ETV Bharat / state

যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

মৃত যুবতির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তথা রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি।

রায়গঞ্জ
রায়গঞ্জ
author img

By

Published : Nov 24, 2020, 8:29 PM IST

রায়গঞ্জ, 24 নভেম্বর : পণ দিতে না পারার জেরে গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা৷ ব্যর্থ হয়ে মদ খাইয়ে ধর্ষণ ও পরে খুন করার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে৷ কালিয়াগঞ্জের ধনকৈল গ্রামপঞ্চায়েতের নসিরহাট গ্রামের দাসপাড়া এলাকার ঘটনা৷ মৃত ওই যুবতির নাম জয়ন্তী দাস৷

বছর দুয়েক আগে সাধুপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল সরকারের সঙ্গে বিয়ে হয় ওই যুবতির। বর্তমানে তাদের এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত উজ্জ্বল ও শ্বাশুড়ি হেমা সরকার। অভিযোগ, পণের টাকা না দিতে পারায় গৃহবধূকে দেহ ব্যবসায় নামার চাপ দিত হেমা। এরপরই কয়েকদিন আগে ওই গৃহবধূকে জোর করে মদ খাওয়ানোর পর উজ্জ্বল, ননদ জামাই অমিত ও হেমা বাইরের লোক দিয়ে তার উপর অত্যাচার চালায়। ধর্ষণ করে খুন করা হয় ওই যুবতিকে বলে অভিযোগ মৃতার পরিবারের । 4 নভেম্বর সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত যুবতির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি

এই খবর সামনে আসতেই মৃতার পরিবারের লোকেরা উজ্জ্বলের বাড়িতে হামলা চালায়৷ ভাঙচুর করা হয়। মারধর করা হয় উজ্জ্বল সহ তার পরিবারের সদস্যদের। গুরুতর আহত অবস্থায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পলাতক অমিত ঋষি৷ খোঁজ চালাচ্ছে পুলিশ৷

মৃতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সুবিচারের দাবি তুলে আন্দোলনে নেমেছে জেলা BJP। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কালিয়াগঞ্জে 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে BJP-র তরফে৷ ইতিমধ্যেই মৃত যুবতির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি। পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তিনি৷

রায়গঞ্জ, 24 নভেম্বর : পণ দিতে না পারার জেরে গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা৷ ব্যর্থ হয়ে মদ খাইয়ে ধর্ষণ ও পরে খুন করার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে৷ কালিয়াগঞ্জের ধনকৈল গ্রামপঞ্চায়েতের নসিরহাট গ্রামের দাসপাড়া এলাকার ঘটনা৷ মৃত ওই যুবতির নাম জয়ন্তী দাস৷

বছর দুয়েক আগে সাধুপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল সরকারের সঙ্গে বিয়ে হয় ওই যুবতির। বর্তমানে তাদের এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত উজ্জ্বল ও শ্বাশুড়ি হেমা সরকার। অভিযোগ, পণের টাকা না দিতে পারায় গৃহবধূকে দেহ ব্যবসায় নামার চাপ দিত হেমা। এরপরই কয়েকদিন আগে ওই গৃহবধূকে জোর করে মদ খাওয়ানোর পর উজ্জ্বল, ননদ জামাই অমিত ও হেমা বাইরের লোক দিয়ে তার উপর অত্যাচার চালায়। ধর্ষণ করে খুন করা হয় ওই যুবতিকে বলে অভিযোগ মৃতার পরিবারের । 4 নভেম্বর সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত যুবতির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি

এই খবর সামনে আসতেই মৃতার পরিবারের লোকেরা উজ্জ্বলের বাড়িতে হামলা চালায়৷ ভাঙচুর করা হয়। মারধর করা হয় উজ্জ্বল সহ তার পরিবারের সদস্যদের। গুরুতর আহত অবস্থায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পলাতক অমিত ঋষি৷ খোঁজ চালাচ্ছে পুলিশ৷

মৃতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সুবিচারের দাবি তুলে আন্দোলনে নেমেছে জেলা BJP। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কালিয়াগঞ্জে 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে BJP-র তরফে৷ ইতিমধ্যেই মৃত যুবতির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরি। পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.