রায়গঞ্জ, 6 এপ্রিল: লকডাউন মেনে 14 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দির। এই লকডাউনের মাঝেই বাৎসরিক বিশেষ মহাপুজোর দিন পড়েছে। কিন্তু, এবার অনাড়ম্বরভাবেই অষ্টধাতু মূর্তির বাৎসরিক মহাপুজোর আয়োজন করা হয়েছে। এর মাঝেই অশুভ শক্তির হাত থেকে রক্ষার সংকল্প নিয়ে আজ এই পুজো হচ্ছে। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সৌমেশ লাহিড়ি বলেন, অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা দিবসে বিশেষ বাৎসরিক মহাপুজো এই প্রথম অনাড়ম্বরভাবে করতে হচ্ছে।
লকডাউনের জেরে মন্দিরের দরজা যেমন বন্ধ, তেমনই সাধারণ মানুষ পুজোয় অংশ নিতে বা ভোগ নিবেদন করতে পারবেন না । বয়রার পুজো হয়ে থাকে 16 উপাচার দিয়ে । এই পরিস্থিতিতে এবারে 10 উপাচার দিয়ে হবে মায়ের পুজো। শাল,শোলের মতো পাঁচ মাছের ভোগ, ফল ভোগ থাকছে।
মন্দির কমিটির অন্যতম সদস্য তথা তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান জন্মের পর থেকে মায়ের মন্দিরে পুজো ঘিরে জনসমাগম দেখে আসছি। এবারে তা নেই, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। বহুবছর ধরে মায়ের পুজোর জোগাড় করতাম নিজের হাতে। এবারে তা করতে পারছিনা বলে মনে কষ্ট পাচ্ছি।
কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালীমন্দিরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা পুজোতে যেমন থাবা বসিয়েছে লকডাউন, তেমনি 14 এপ্রিল পয়লা বৈশাখের সকালে মহাপুজো একই ভাবে বন্ধ থাকবে লকডাউনের জেরে। সরকারি ঘোষণামতো 14 এপ্রিল রাত 12 টা পর্যন্ত থাকবে লকডাউন। যদি তা প্রত্যাহার হয় আগে তাহলে অবশ্য পয়লা বৈশাখের পুজো হবে। নইলে এভাবেই মন্দির তালাবন্ধ রেখে পয়লা বৈশাখে মায়ে পুজোর আয়োজন হবে।