ETV Bharat / state

লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলেন রায়গঞ্জের মহকুমাশাসক - lockdown in Raiganj

লকডাউন মানছেন না অনেকেই । তাই রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে দেকা গেল রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষকে ।

SDO takes step to make lockdown successfully in Raiganj
author img

By

Published : Jul 15, 2020, 7:43 PM IST

Updated : Jul 15, 2020, 8:33 PM IST

রায়গঞ্জ, 15 জুলাই : ইতিমধ্যেই কনটেনমেন্ট জ়োনে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার । 19 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । কিন্তু, রায়গঞ্জে অনেকেই নিয়ম মানছেন না । বিষয়টি নজরে আসতেই রাস্তায় নামলেন রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ । দোকানদারদের লকডাউন পালন করার নির্দেশ দেন তিনি । সাধারণ মানুষকেও মাস্ক ব্যবহারের উপযোগিতা এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে অবগত করেন ।

রায়গঞ্জ পৌরসভা এলাকায় ইতিমধ্যেই 23 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । সবারই চিকিৎসা চলছে । অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও গেছে । তবে যেভাবে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে তা কমানোর লক্ষ্যে রাজ্য সরকার রায়গঞ্জ সহ একাধিক শহরে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ।

আজ শহরের ঘড়ির মোড়, বিবেকানন্দ মোড়, লাইন বাজার, সেন্ট্রাল মার্কেটে বাজার সহ প্রতিটি এলাকাতেই ঘুরে সচেতন করার পাশাপাশি ব্যবসায়ীদের লকডাউন মানার আবেদন জানান তিনি ।

অর্ঘ্য ঘোষ বলেন, “15 থেকে 19 জুলাই পর্যন্ত সার্বিক লকডাউনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । সেই বিষয়টিকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমি রাস্তায় নেমেছি । সার্বিকভাবে লকডাউন যে কোনও মূল্যে করতে হবে ।”

রায়গঞ্জ, 15 জুলাই : ইতিমধ্যেই কনটেনমেন্ট জ়োনে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার । 19 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । কিন্তু, রায়গঞ্জে অনেকেই নিয়ম মানছেন না । বিষয়টি নজরে আসতেই রাস্তায় নামলেন রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ । দোকানদারদের লকডাউন পালন করার নির্দেশ দেন তিনি । সাধারণ মানুষকেও মাস্ক ব্যবহারের উপযোগিতা এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে অবগত করেন ।

রায়গঞ্জ পৌরসভা এলাকায় ইতিমধ্যেই 23 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । সবারই চিকিৎসা চলছে । অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেও গেছে । তবে যেভাবে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে তা কমানোর লক্ষ্যে রাজ্য সরকার রায়গঞ্জ সহ একাধিক শহরে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ।

আজ শহরের ঘড়ির মোড়, বিবেকানন্দ মোড়, লাইন বাজার, সেন্ট্রাল মার্কেটে বাজার সহ প্রতিটি এলাকাতেই ঘুরে সচেতন করার পাশাপাশি ব্যবসায়ীদের লকডাউন মানার আবেদন জানান তিনি ।

অর্ঘ্য ঘোষ বলেন, “15 থেকে 19 জুলাই পর্যন্ত সার্বিক লকডাউনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । সেই বিষয়টিকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমি রাস্তায় নেমেছি । সার্বিকভাবে লকডাউন যে কোনও মূল্যে করতে হবে ।”

Last Updated : Jul 15, 2020, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.