রায়গঞ্জ, 5 মে : করোনার সংক্রমণের জেরে জেরবার উত্তর দিনাজপুর । এই পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধ করতে এবার রাস্তা স্যানিটাইজেশন শুরু হল কালিয়াগঞ্জ পৌর প্রসাশনের উদ্যোগে । পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মহামারি পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে প্রচার শুরু করেছে কালিয়াগঞ্জ পৌরসভা ৷
আরও পড়ুন : করোনা মোকাবিলায় মোদিকে চিঠি মমতার
নির্বাচন কমিশনের হাত থেকে আইনশৃঙ্খলা রাজ্যের হাতে আসতেই সব পৌরসভায় পুরোনো প্রশাসক বোর্ডগুলিকে ফিরিয়ে আনা হয়েছে ৷ আর তার 24 ঘণ্টার মধ্য়েই ফের করোনা মোকাবিলায় সক্রিয় হয়ে উঠেছে পৌরসভাগুলি ৷ তেমনি ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভায় ৷ আজ ওই পৌর এলাকার রাস্তাগুলি স্যানিটাইজ করানো শুরু করল প্রশাসক বোর্ড ৷ কালিগঞ্জের ডাকবাংলো রোড, হাসপাতাল পাড়া, শেঠ কলোনি, মহেন্দ্রগঞ্জ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে স্যানিটাইজ করা হয়েছে ৷ সেই সঙ্গে করোনা নিয়ে মানুষ আতঙ্কিত না হয়ে, যাতে নিয়মবিধি মেনে চলেন তার প্রচার চালানো হয় ৷