রায়গঞ্জ, 4 অক্টোবর : রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজো 53 বছরে পড়ল ৷ চলতি বছরে পুজোর থিম 'মুছে যাওয়া দিনগুলি' ৷ গ্রামীণ পরিবেশকে পুজো উদ্যোক্তরা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন ৷ এর সঙ্গে গ্রামের পুরোনো নানা ছবি দিয়ে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে ৷ মণ্ডপটি তৈরি করতে শিল্পীদের প্রায় দু'মাস সময় লেগেছে৷
প্রত্যেক বছরই রায়গঞ্জ সমাজ সেবক সংঘ থিম পুজো করছে ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ মণ্ডপে প্রবেশ করার পরই দর্শনার্থীরা একটি গ্রামীণ পরিবেশের অনুভূতি পাবেন ৷ পুরো মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে গ্রামীণ সংস্কৃতি দিয়ে ৷ একদিকে যেমন ঢেঁকি রয়েছে তেমনি গরুর গাড়ি করে মাটির হাঁড়ি, কলসি নিয়ে যাওয়ার ছবিও দেখা যাবে মণ্ডপে ৷ এছাড়াও গ্রামীণ গৃহবধূর আদলে তৈরি হয়েছে মূর্তি ৷
কয়েকদিন ধরে বৃষ্টি থাকার দরুণ মণ্ডপসজ্জার কাজে সামান্য ব্যাঘাত ঘটলেও পুজো উদ্বোধন কিন্তু চতুর্থীতে হয়ে গিয়েছে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভীড়ও শুরু হয়ে যায় মণ্ডপে ৷ পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ''গ্রামীণ জীবন যাত্রাকে দেখার সুযোগ হাতছাড়া করবে না রায়গঞ্জবাসী৷'' ক্লাবের তরফ সনৎ ঝা বলেন, "আমাদের এই পুজো প্রতিবছরই নতুন চিন্তাভাবনা নিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে থাকে ৷ এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি ৷ আমাদের পুজো গ্রামীণ জীবনযাত্রাকে তুলে ধরেছে৷ আমাদের থিমের নাম মুছে যাওয়া দিনগুলি ৷ "