ETV Bharat / state

'মুছে যাওয়া দিনগুলি', রায়গঞ্জের পুজোর ভাবনায় গ্রামীণ সংস্কৃতি - রায়গঞ্জ

রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজোর এইবার 53তম বছর ৷ এইবার পুজোর থিম হল 'মুছে যাওয়া দিনগুলি' ৷

ছবি
author img

By

Published : Oct 4, 2019, 6:10 PM IST

Updated : Oct 4, 2019, 9:14 PM IST

রায়গঞ্জ, 4 অক্টোবর : রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজো 53 বছরে পড়ল ৷ চলতি বছরে পুজোর থিম 'মুছে যাওয়া দিনগুলি' ৷ গ্রামীণ পরিবেশকে পুজো উদ্যোক্তরা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন ৷ এর সঙ্গে গ্রামের পুরোনো নানা ছবি দিয়ে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে ৷ মণ্ডপটি তৈরি করতে শিল্পীদের প্রায় দু'মাস সময় লেগেছে৷

photo
মণ্ডপ

প্রত্যেক বছরই রায়গঞ্জ সমাজ সেবক সংঘ থিম পুজো করছে ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ মণ্ডপে প্রবেশ করার পরই দর্শনার্থীরা একটি গ্রামীণ পরিবেশের অনুভূতি পাবেন ৷ পুরো মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে গ্রামীণ সংস্কৃতি দিয়ে ৷ একদিকে যেমন ঢেঁকি রয়েছে তেমনি গরুর গাড়ি করে মাটির হাঁড়ি, কলসি নিয়ে যাওয়ার ছবিও দেখা যাবে মণ্ডপে ৷ এছাড়াও গ্রামীণ গৃহবধূর আদলে তৈরি হয়েছে মূর্তি ৷

photo
মণ্ডপের ভিতরে

কয়েকদিন ধরে বৃষ্টি থাকার দরুণ মণ্ডপসজ্জার কাজে সামান্য ব্যাঘাত ঘটলেও পুজো উদ্বোধন কিন্তু চতুর্থীতে হয়ে গিয়েছে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভীড়ও শুরু হয়ে যায় মণ্ডপে ৷ পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ''গ্রামীণ জীবন যাত্রাকে দেখার সুযোগ হাতছাড়া করবে না রায়গঞ্জবাসী৷'' ক্লাবের তরফ সনৎ ঝা বলেন, "আমাদের এই পুজো প্রতিবছরই নতুন চিন্তাভাবনা নিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে থাকে ৷ এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি ৷ আমাদের পুজো গ্রামীণ জীবনযাত্রাকে তুলে ধরেছে৷ আমাদের থিমের নাম মুছে যাওয়া দিনগুলি ৷ "

দেখুন ভিডিয়ো

রায়গঞ্জ, 4 অক্টোবর : রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজো 53 বছরে পড়ল ৷ চলতি বছরে পুজোর থিম 'মুছে যাওয়া দিনগুলি' ৷ গ্রামীণ পরিবেশকে পুজো উদ্যোক্তরা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন ৷ এর সঙ্গে গ্রামের পুরোনো নানা ছবি দিয়ে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে ৷ মণ্ডপটি তৈরি করতে শিল্পীদের প্রায় দু'মাস সময় লেগেছে৷

photo
মণ্ডপ

প্রত্যেক বছরই রায়গঞ্জ সমাজ সেবক সংঘ থিম পুজো করছে ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ মণ্ডপে প্রবেশ করার পরই দর্শনার্থীরা একটি গ্রামীণ পরিবেশের অনুভূতি পাবেন ৷ পুরো মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে গ্রামীণ সংস্কৃতি দিয়ে ৷ একদিকে যেমন ঢেঁকি রয়েছে তেমনি গরুর গাড়ি করে মাটির হাঁড়ি, কলসি নিয়ে যাওয়ার ছবিও দেখা যাবে মণ্ডপে ৷ এছাড়াও গ্রামীণ গৃহবধূর আদলে তৈরি হয়েছে মূর্তি ৷

photo
মণ্ডপের ভিতরে

কয়েকদিন ধরে বৃষ্টি থাকার দরুণ মণ্ডপসজ্জার কাজে সামান্য ব্যাঘাত ঘটলেও পুজো উদ্বোধন কিন্তু চতুর্থীতে হয়ে গিয়েছে৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভীড়ও শুরু হয়ে যায় মণ্ডপে ৷ পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ''গ্রামীণ জীবন যাত্রাকে দেখার সুযোগ হাতছাড়া করবে না রায়গঞ্জবাসী৷'' ক্লাবের তরফ সনৎ ঝা বলেন, "আমাদের এই পুজো প্রতিবছরই নতুন চিন্তাভাবনা নিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে থাকে ৷ এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি ৷ আমাদের পুজো গ্রামীণ জীবনযাত্রাকে তুলে ধরেছে৷ আমাদের থিমের নাম মুছে যাওয়া দিনগুলি ৷ "

দেখুন ভিডিয়ো
Intro:রায়গঞ্জ,০৪ অক্টোবর:- রায়গঞ্জের সমাজ সেবক সংঘের পুজো এবারে 53 তম বর্ষে পদার্পণ করলো এবারের থিম মুছে যাওয়া দিনগুলি একখণ্ড গ্রামীণ পরিবেশকে উদ্যোক্তারা সামনে তুলে ধরেছে দর্শনার্থীদের তার ওপর পুরনো দিনের নানান ছবি এই মণ্ডপে আসলেই চোখে পড়বে সবার পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি এই মণ্ডপটি দাঁড় করাতে শিল্পীদের প্রায় দুমাস সময় লেগেছে যদিও চতুর্থ দিন থেকেই এই মন্ডপ প্রাঙ্গণে অনবরত মানুষ ভিড় করছেন।

রায়গঞ্জের সমাজ সেবক সংঘ দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের জন্য নানান ধরনের থিম পুজো করে আসছে প্রতিবছরই নতুন নতুন চমকে দর্শকদের মন জয় করায় এই ক্লাবের প্রধান উদ্দেশ্য এবারও তাদের থেমে রয়েছে পুরনো স্মৃতি তাই নাম দিয়েছে মুছে যাওয়া দিনগুলি ক্লাবের পুজো প্রাঙ্গণের গেট দিয়ে ঢুকতেই দর্শনার্থীরা একটি গ্রামে প্রবেশ করার অনুভূতি পাবেন গ্রামের বিভিন্ন সংস্কৃতি এই মন্ডপ প্রাঙ্গণে রয়েছে একদিকে যেমন ঢেকি রয়েছে তেমনি গরুর গাড়ি করে মাটির হাঁড়ি কলসি নিয়ে যাওয়ার ছবিও দেখা যাবে এই মন্ডপে মূর্তির গ্রামীণ গৃহবধুর আদলে করা হয়েছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি থাকার দরুন মণ্ডপসজ্জা কাজে সামান্য ব্যাঘাত ঘটলেও শেষমেষ চতুর্থীতে এই পুজোর উদ্বোধন হয়ে যায় সেদিন রাত থেকেই এক এক করে দর্শনার্থীদের ভি শুরু হয়ে যায় মন্ডপে উদ্যোক্তাদের আশা গ্রামীণ জনজীবনকে দেখার এমন সুযোগ হাতছাড়া করবে না রায়গঞ্জ বাসি ক্লাবের তরফ শনৎ ঝা বলেন আমাদের এই পুজো প্রতিবছরই নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করে থাকে এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি এবার এই পুজো একখণ্ড গ্রামকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রয়াস আমাদের ক্রিমের নাম মুছে যাওয়া দিনগুলি পুরনো অনেক স্মৃতি মণ্ডল চত্বরে এলেই দর্শনার্থীরা অনুভব করবেন।


Body:হক


Conclusion:জেফ
Last Updated : Oct 4, 2019, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.