ETV Bharat / state

মাস্ক-স্যানিটাইজা়রের কালোবাজারি রুখতে অভিযানে রায়গঞ্জ পুলিশের

মাস্ক এবং স্যানিটাইজ়ারের যথেচ্ছ কালোবাজারি রুখতে শহরের নামকরা ওষুধের দোকানগুলি ঘুরে দেখলেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা । তবে কালোবাজারিরর কোনও প্রমাণ পাননি তাঁরা ৷

author img

By

Published : Mar 21, 2020, 4:18 PM IST

Raiganj Police
রায়গঞ্জ পুলিশ

রায়গঞ্জ, 21 মার্চ :মাস্ক এবং স্যানিটাইজ়ারের যথেচ্ছ কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ জেলা পুলিশ । শনিবার শহরের নামকরা ওষুধের দোকানগুলিতে মাক্স ও স্যানিটাইজ়ারের কালোবাজারি হচ্ছে কি না তা দেখতে রীতিমতো প্রতিটি দোকানে ঘুরে বেড়ালেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা । যদিও মাস্ক এবং স্যানিটাইজ়ারের অভাব থাকায় এই মুহূর্তে কোনও জায়গাতে কালোবাজারির প্রমাণ জোগাড় করতে পারেনি । কোনওভাবেই যাতে কালোবাজারির মত ঘৃণ্য ঘটনা শহরে না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগেই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা ।

কোরোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে দেখা দিতেই বিশেষজ্ঞরা স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন । সেই মতো বিশ্বজুড়ে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করার ঝোঁক বেড়েছে । সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কালোবাজারির শুরু করছে বলে বারবার অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায় । দেশের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এই কালোবাজারি হচ্ছিল বলে বারবার অভিযোগ ওঠে । এরপরই রায়গঞ্জ জেলা পুলিশ এলাকায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর হয় ।

শনিবার শহরের বিভিন্ন নামজাদা ওষুধের স্টকিস্টের কাছে গিয়ে রীতিমতো স্টক মিলিয়ে দেখেছেন রায়গঞ্জ জেলা পুলিশ আধিকারিকরা । কোথাও সন্দেহ হলেই সে বিষয়ে প্রশ্ন করেছেন দোকানিদের । যদিও কোনও রকমের কালোবাজারি তাঁরা করছেন না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা । ওষুধ ব্যবসায়ীদের সংগঠন থেকে বিনামূল্যে কয়েকটি জায়গায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তারা ।

এই বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কোনও জায়গাতেই যাতে মাক্স বা স্যানিটাইজ়ারের কালোবাজারি না হয়, তা নিশ্চিত করতেই পুলিশ অভিযান চালিয়েছে । এখনও পর্যন্ত এই ধরনের কালোবাজারির কোনও প্রমাণ আমরা হাতে পাইনি । তবে আমরা সজাগ রয়েছি ।’’

এ বিষয়ে এক ওষুধ ব্যবসায়ী বলেন, ‘‘মাক্স এবং স্যানিটাইজ়ারের কালোবাজারি হচ্ছে কি না তা পরীক্ষা করতে আমাদের দোকানে এসেছিল পুলিশ । পুলিশের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয় । তবে মাক্স ও স্যানিটাইজা়র এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না । আমরাই সকলেই সমস্যায় পরেছি ।’’

রায়গঞ্জ, 21 মার্চ :মাস্ক এবং স্যানিটাইজ়ারের যথেচ্ছ কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ জেলা পুলিশ । শনিবার শহরের নামকরা ওষুধের দোকানগুলিতে মাক্স ও স্যানিটাইজ়ারের কালোবাজারি হচ্ছে কি না তা দেখতে রীতিমতো প্রতিটি দোকানে ঘুরে বেড়ালেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা । যদিও মাস্ক এবং স্যানিটাইজ়ারের অভাব থাকায় এই মুহূর্তে কোনও জায়গাতে কালোবাজারির প্রমাণ জোগাড় করতে পারেনি । কোনওভাবেই যাতে কালোবাজারির মত ঘৃণ্য ঘটনা শহরে না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগেই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা ।

কোরোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে দেখা দিতেই বিশেষজ্ঞরা স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন । সেই মতো বিশ্বজুড়ে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করার ঝোঁক বেড়েছে । সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কালোবাজারির শুরু করছে বলে বারবার অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায় । দেশের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এই কালোবাজারি হচ্ছিল বলে বারবার অভিযোগ ওঠে । এরপরই রায়গঞ্জ জেলা পুলিশ এলাকায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর হয় ।

শনিবার শহরের বিভিন্ন নামজাদা ওষুধের স্টকিস্টের কাছে গিয়ে রীতিমতো স্টক মিলিয়ে দেখেছেন রায়গঞ্জ জেলা পুলিশ আধিকারিকরা । কোথাও সন্দেহ হলেই সে বিষয়ে প্রশ্ন করেছেন দোকানিদের । যদিও কোনও রকমের কালোবাজারি তাঁরা করছেন না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা । ওষুধ ব্যবসায়ীদের সংগঠন থেকে বিনামূল্যে কয়েকটি জায়গায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তারা ।

এই বিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কোনও জায়গাতেই যাতে মাক্স বা স্যানিটাইজ়ারের কালোবাজারি না হয়, তা নিশ্চিত করতেই পুলিশ অভিযান চালিয়েছে । এখনও পর্যন্ত এই ধরনের কালোবাজারির কোনও প্রমাণ আমরা হাতে পাইনি । তবে আমরা সজাগ রয়েছি ।’’

এ বিষয়ে এক ওষুধ ব্যবসায়ী বলেন, ‘‘মাক্স এবং স্যানিটাইজ়ারের কালোবাজারি হচ্ছে কি না তা পরীক্ষা করতে আমাদের দোকানে এসেছিল পুলিশ । পুলিশের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয় । তবে মাক্স ও স্যানিটাইজা়র এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না । আমরাই সকলেই সমস্যায় পরেছি ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.