ETV Bharat / state

বিবাহবার্ষিকীতে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা করণদিঘির দম্পতির - করণদিঘি ব্লক

বিবাহবার্ষিকীর অনুষ্ঠান না করে রেখে গাছ লাগালেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাসিন্দা দম্পতি কাঞ্চন জানা ও সীমা জানা ৷ গাছ লাগানোর পাশাপাশি বৃদ্ধাশ্রমেও কিছু সময় কাটাবেন বলেও জানান তাঁরা ৷ তাঁদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী ৷

বিবাহবার্ষিকীতে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা রায়গঞ্জের দম্পতির
বিবাহবার্ষিকীতে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা রায়গঞ্জের দম্পতির
author img

By

Published : May 14, 2021, 8:09 AM IST

করণদিঘি, 14 মে : জাঁকজমকপূর্ণভাবে বিবাহবার্ষিকী পালনের পরিবর্তে বৃক্ষরোপণ । গাছ লাগিয়ে পরিবেশে অক্সিজেনের অভাবপূরণের বার্তা করণদিঘির দম্পতিত। করোনা পরিস্থিতিতে যখন অক্সিজেনের অভাবে গোটা দেশ তোলপাড় তখন এই অভিনব উদ্যোগ নিলেন কাঞ্চন জানা ও সীমা জানা ।

বৃহস্পতিবার ছিল তাঁদের 23তম বিবাহবার্ষিকী ৷ কিন্তু এই কঠিন পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে পরিবেশে অক্সিজেনের অভাব মেটাতে বৃক্ষ রোপণ করলেন কাঞ্চন জানা ও সীমা জানা ৷

বিবাহবার্ষিকীতে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা দিলেন করণদিঘির দম্পতি

আরও পড়ুন : সম্পূর্ণ টিকা নিলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে, ঘোষণা বাইডেনের

বৃহস্পতিবার করণদিঘি ব্লকের নাগর, বিলাসপুর, আলতাপুর, টুঙিদিঘি ,করণদিঘি, রসাখোয়া সহ বেশ কিছু এলাকায় বিভিন্ন ধরনের গাছ লাগান এই দম্পতি । গাছ লাগানোর পর তাঁরা করণদিঘি ব্লকের সেবা নিকেতন বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু সামগ্রী, মিষ্টি দান করবেন এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন বলেও জানান তাঁরা ৷ বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ রেখে স্বামী-স্ত্রীর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন । এত মানুষের শুভেচ্ছা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দম্পতি ৷

করণদিঘি, 14 মে : জাঁকজমকপূর্ণভাবে বিবাহবার্ষিকী পালনের পরিবর্তে বৃক্ষরোপণ । গাছ লাগিয়ে পরিবেশে অক্সিজেনের অভাবপূরণের বার্তা করণদিঘির দম্পতিত। করোনা পরিস্থিতিতে যখন অক্সিজেনের অভাবে গোটা দেশ তোলপাড় তখন এই অভিনব উদ্যোগ নিলেন কাঞ্চন জানা ও সীমা জানা ।

বৃহস্পতিবার ছিল তাঁদের 23তম বিবাহবার্ষিকী ৷ কিন্তু এই কঠিন পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে পরিবেশে অক্সিজেনের অভাব মেটাতে বৃক্ষ রোপণ করলেন কাঞ্চন জানা ও সীমা জানা ৷

বিবাহবার্ষিকীতে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা দিলেন করণদিঘির দম্পতি

আরও পড়ুন : সম্পূর্ণ টিকা নিলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে, ঘোষণা বাইডেনের

বৃহস্পতিবার করণদিঘি ব্লকের নাগর, বিলাসপুর, আলতাপুর, টুঙিদিঘি ,করণদিঘি, রসাখোয়া সহ বেশ কিছু এলাকায় বিভিন্ন ধরনের গাছ লাগান এই দম্পতি । গাছ লাগানোর পর তাঁরা করণদিঘি ব্লকের সেবা নিকেতন বৃদ্ধাশ্রমে গিয়ে কিছু সামগ্রী, মিষ্টি দান করবেন এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন বলেও জানান তাঁরা ৷ বিবাহবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ রেখে স্বামী-স্ত্রীর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন । এত মানুষের শুভেচ্ছা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দম্পতি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.