ETV Bharat / state

কোভিড হাসপাতালে রবীন্দ্র জয়ন্তী, গান-মিষ্টিমুখে খুশি করোনা আক্রান্তরা - covid-19

কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের নিয়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী ৷ রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে ওয়ার্ডের ভিতরেই ছোট্ট করে আয়োজন করা হয় অনুষ্ঠান ৷ শেষে রোগীদের মিষ্টিমুখও করানো হয় ৷ বাড়ি থেকে দূরে থাকা রোগীরা যাতে একা অনুভব না করেন তার জন্যই এই উদ্যোগ বলে জানান হাসপাতালের নার্সিং ইনচার্জ ৷

মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবীন্দ্র জয়ন্তী পালন ৷
মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবীন্দ্র জয়ন্তী পালন ৷
author img

By

Published : May 9, 2021, 10:40 PM IST

রায়গঞ্জ, 9 মে : তাঁর গান, কবিতা মানুষকে অনুপ্রেরণা জোগায় ৷ করোনা পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করেই করোনা আক্রান্তদের মনোবল বাড়ানোর চেষ্টা হাসপাতালে ৷ রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবিবার সন্ধ্যায় পালন করা হল কবিগুরুর 160 তম জন্মজয়ন্তী । কোভিড রোগীরা এদিন মেতে উঠলেন রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে । গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..." ৷ রায়গঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরে রাজ্য সড়কের ধারে মিক্কিমেঘা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি করোনা আক্রান্ত রোগীরা । রোগীদের মনে আতঙ্ক কাটানোর পাশাপাশি তাঁদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই মূল উদ্দেশ্য বলে জানালেন হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস ৷

কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের ভিতরে উৎসাহ, উদ্দীপনা ও মনোরঞ্জন জোগাতে হাসপাতালের ভিতরেই করোনা আক্রান্ত রোগীদের নিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে রায়গঞ্জের মিক্কিমেঘা হাসপাতাল । রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর সন্ধ্যায় আনন্দ উৎসবে মেতে উঠলেন কোভিড আক্রান্ত রোগীরা । কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীরাই গাইলেন "গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ৷" কোভিড হাসপাতালের নার্সিং স্টাফেরা রোগীদের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে আজ গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..."। ছোট্ট অনুষ্ঠান শেষে রোগীদের করানো হল মিষ্টিমুখও ।

রবিবার বিকেলে রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে ওয়ার্ডের ভিতর পালিত হল রবীন্দ্র জয়ন্তী ৷

রবিবারের সন্ধ্যায় হাসপাতালের ভিতরে এই রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে কোভিড রোগীদের সঙ্গে শামিল হলেন চিকিৎসক, নার্স ও সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা । মিক্কিমেঘা হাসপাতালের এই উদ্যোগে খুশি চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী এবং তাঁদের বাড়ির লোক ৷ রোগীদের মন থেকে কোভিড আতঙ্ক কাটানোর পাশাপাশি রোগীদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই ছিল মূল উদ্দেশ্য এমনই জানালেন মিক্কিমেঘা হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস । বললেন, বাড়ি থেকে দূরে থাকা রোগীরা যে একা নন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের তা টের পাওয়ানোও ছিল অন্যতম উদ্দেশ্য ৷

আরও পড়ুন: টিকায় কেন কর, 16টি টুইটে মমতাকে জবাব নির্মলার

রায়গঞ্জ, 9 মে : তাঁর গান, কবিতা মানুষকে অনুপ্রেরণা জোগায় ৷ করোনা পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করেই করোনা আক্রান্তদের মনোবল বাড়ানোর চেষ্টা হাসপাতালে ৷ রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে রবিবার সন্ধ্যায় পালন করা হল কবিগুরুর 160 তম জন্মজয়ন্তী । কোভিড রোগীরা এদিন মেতে উঠলেন রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে । গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..." ৷ রায়গঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরে রাজ্য সড়কের ধারে মিক্কিমেঘা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি করোনা আক্রান্ত রোগীরা । রোগীদের মনে আতঙ্ক কাটানোর পাশাপাশি তাঁদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই মূল উদ্দেশ্য বলে জানালেন হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস ৷

কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের ভিতরে উৎসাহ, উদ্দীপনা ও মনোরঞ্জন জোগাতে হাসপাতালের ভিতরেই করোনা আক্রান্ত রোগীদের নিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে রায়গঞ্জের মিক্কিমেঘা হাসপাতাল । রবিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর সন্ধ্যায় আনন্দ উৎসবে মেতে উঠলেন কোভিড আক্রান্ত রোগীরা । কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীরাই গাইলেন "গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ৷" কোভিড হাসপাতালের নার্সিং স্টাফেরা রোগীদের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে আজ গাইলেন "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে..."। ছোট্ট অনুষ্ঠান শেষে রোগীদের করানো হল মিষ্টিমুখও ।

রবিবার বিকেলে রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে ওয়ার্ডের ভিতর পালিত হল রবীন্দ্র জয়ন্তী ৷

রবিবারের সন্ধ্যায় হাসপাতালের ভিতরে এই রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে কোভিড রোগীদের সঙ্গে শামিল হলেন চিকিৎসক, নার্স ও সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা । মিক্কিমেঘা হাসপাতালের এই উদ্যোগে খুশি চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী এবং তাঁদের বাড়ির লোক ৷ রোগীদের মন থেকে কোভিড আতঙ্ক কাটানোর পাশাপাশি রোগীদের মনোরঞ্জন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোই ছিল মূল উদ্দেশ্য এমনই জানালেন মিক্কিমেঘা হাসপাতালের নার্সিং ইনচার্জ বাপি বিশ্বাস । বললেন, বাড়ি থেকে দূরে থাকা রোগীরা যে একা নন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের তা টের পাওয়ানোও ছিল অন্যতম উদ্দেশ্য ৷

আরও পড়ুন: টিকায় কেন কর, 16টি টুইটে মমতাকে জবাব নির্মলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.