ETV Bharat / state

Road Blockade: দক্ষিণ নয়, উত্তর চাই ! জাতীয় সড়ক অবরোধ গণ সংগ্রাম কমিটির - দক্ষিণ নয় উত্তর চাই

চারটি মৌজাকে উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গণ সংগ্রাম কমিটির ৷ দাবি পূরণ না-হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা ৷

Road Blockade
দক্ষিণ নয় উত্তর চাই
author img

By

Published : Apr 4, 2023, 6:44 PM IST

জাতীয় সড়ক অবরোধ গণ সংগ্রাম কমিটির

রায়গঞ্জ, 4 এপ্রিল: আবার 'দক্ষিণ নয়, উত্তর চাই'-এর দাবিতে আন্দোলনে নামল গণ সংগ্রাম কমিটি । চারটি মৌজাকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে সংযুক্তিকরণের দাবিতে গণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় । প্রশাসনিক আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাবার হুমকি দিয়েছেন তারা । জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত হয় । জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সেখানে । ঘটনাস্থলে পৌঁছেছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ।

উল্লেখ্য, পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয় ৷ এরপর 1993 সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিরোধী দলনেতা জয়নাল আবেদীনকে সৈয়দপুর এবং গোকর্ন এই দুটি গ্রাম পঞ্চায়েতকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সঙ্গে যুক্ত করে উপহার দিয়েছিলেন । এই সিদ্ধান্তের বিরুদ্ধে 'দক্ষিণ নয়, উত্তর চাই'-এর দাবিতে লাগাতার আন্দোলন সংগঠিত করেছিল গণ সংগ্রাম কমিটি । গণ সংগ্রাম কমিটির ধারাবাহিক আন্দোলনে বামফ্রন্ট সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চারটি মৌজা ভবানীপুর বেজপুকুর, বিমলপাড়া, কুরমানপুর, পশ্চিম সৈয়দপুরকে উত্তর দিনাজপুর জেলায় যুক্ত করার সিদ্ধান্ত নেন । তারপর রাজ্য সরকারের পালা বদল ঘটলেও আজ সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি ৷ আর তা না হওয়ায় ফের আন্দোলনে নামল দক্ষিণ নয় উত্তর চাই গণ সংগ্রাম কমিটি ।

Road Blockade
চারটি মৌজাকে উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করার দাবিতে পথ অবরোধ

গ্রামবাসিদের অভিযোগ, কুরমান থেকে ইটাহার ব্লকের দূরত্ব মাত্র তিন কিলোমিটার । কিন্তু কুরমানপুর থেকে হরিরামপুর ব্লকের দূরত্ব বারো কিলোমিটার । গ্রামবাসীদের সামান্য কাজে হরিরামপুর ব্লকে যেতে টাকা ও সময় দুটিরই ক্ষতি হয় । দিন আনা দিন খাওয়া মানুষদের এই বিপুল অর্থ খরচ হওয়ায় তাদের চরম সমস্যার মধ্য পড়তে হচ্ছে । বিগত সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার দাবিতেই আজকের এই রাস্তা অবরোধ বলে আন্দোলনকারীরা জানিয়েছেন । জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত হয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার আশ্বাস না-দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা ।

Road Blockade
12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে রেল অবরোধ রায়গঞ্জে

জাতীয় সড়ক অবরোধ গণ সংগ্রাম কমিটির

রায়গঞ্জ, 4 এপ্রিল: আবার 'দক্ষিণ নয়, উত্তর চাই'-এর দাবিতে আন্দোলনে নামল গণ সংগ্রাম কমিটি । চারটি মৌজাকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে সংযুক্তিকরণের দাবিতে গণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় । প্রশাসনিক আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাবার হুমকি দিয়েছেন তারা । জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত হয় । জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে সেখানে । ঘটনাস্থলে পৌঁছেছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ।

উল্লেখ্য, পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয় ৷ এরপর 1993 সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিরোধী দলনেতা জয়নাল আবেদীনকে সৈয়দপুর এবং গোকর্ন এই দুটি গ্রাম পঞ্চায়েতকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সঙ্গে যুক্ত করে উপহার দিয়েছিলেন । এই সিদ্ধান্তের বিরুদ্ধে 'দক্ষিণ নয়, উত্তর চাই'-এর দাবিতে লাগাতার আন্দোলন সংগঠিত করেছিল গণ সংগ্রাম কমিটি । গণ সংগ্রাম কমিটির ধারাবাহিক আন্দোলনে বামফ্রন্ট সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চারটি মৌজা ভবানীপুর বেজপুকুর, বিমলপাড়া, কুরমানপুর, পশ্চিম সৈয়দপুরকে উত্তর দিনাজপুর জেলায় যুক্ত করার সিদ্ধান্ত নেন । তারপর রাজ্য সরকারের পালা বদল ঘটলেও আজ সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি ৷ আর তা না হওয়ায় ফের আন্দোলনে নামল দক্ষিণ নয় উত্তর চাই গণ সংগ্রাম কমিটি ।

Road Blockade
চারটি মৌজাকে উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করার দাবিতে পথ অবরোধ

গ্রামবাসিদের অভিযোগ, কুরমান থেকে ইটাহার ব্লকের দূরত্ব মাত্র তিন কিলোমিটার । কিন্তু কুরমানপুর থেকে হরিরামপুর ব্লকের দূরত্ব বারো কিলোমিটার । গ্রামবাসীদের সামান্য কাজে হরিরামপুর ব্লকে যেতে টাকা ও সময় দুটিরই ক্ষতি হয় । দিন আনা দিন খাওয়া মানুষদের এই বিপুল অর্থ খরচ হওয়ায় তাদের চরম সমস্যার মধ্য পড়তে হচ্ছে । বিগত সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার দাবিতেই আজকের এই রাস্তা অবরোধ বলে আন্দোলনকারীরা জানিয়েছেন । জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত হয়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার আশ্বাস না-দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা ।

Road Blockade
12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে রেল অবরোধ রায়গঞ্জে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.