ETV Bharat / state

Madhyamik Exam 2023: এবার মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা, 'নজিরবিহীন ঘটনা' উত্তর দিনাজপুরে - মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা

উত্তর দিনাজপুরে (North Dinajpur News) এ বারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা । জেলা বিদ্যালয় পরিদর্শকের মতে, এই ঘটনা নজিরবিহীন ঘটনা ।

primary teachers ETV Bharat
মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা
author img

By

Published : Feb 17, 2023, 6:28 PM IST

Updated : Feb 17, 2023, 7:20 PM IST

মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা

রায়গঞ্জ, 17 ফেব্রুয়ারি: এ বারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) উত্তর দিনাজপুর (North Dinajpur News) জেলায় নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে । মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা (Primary teachers to act as invigilators in Madhyamik)। জেলা বিদ্যালয় পরিদর্শকের ভাষায়, এটা নজীরবিহীন ঘটনা । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

শিক্ষকের সংখ্যা অপ্রতুল: আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা । উত্তর দিনাজপুর 117টি পরীক্ষা কেন্দ্রে 31 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে । পরীক্ষা কেন্দ্রের জন্য যে পরিমাণ পর্যবেক্ষক বা শিক্ষকের প্রয়োজন, উচ্চ বিদ্যালয়গুলিতে সেই সংখ্যক শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষকদের পরীক্ষার পর্যবেক্ষকের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দফতর ।

অনুমোদন রাজ্য শিক্ষা দফতরের: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য শিক্ষা দফতরের কাছে গত 13 ফেব্রুয়ারি লিখিত আবেদন জানানো হয়েছিল । রাজ্য শিক্ষা দফতর জেলার এই আবেদনকে অনুমোদন দিয়েছে । কত সংখ্যক প্রাথমিক শিক্ষককে মাধ্যমিকের পরীক্ষকের কাজে লাগানো হবে, সে ব্যাপারে এখনও সঠিক তথ্য না এলেও উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, প্রায় 50 জন প্রাথমিক শিক্ষককে পর্যবেক্ষকের কাজে লাগানো হবে বলে অনুমান করা হচ্ছে ।

নজীরবিহীন ঘটনা: জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-2 এবং ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতেই এই শিক্ষকের ঘাটতি রয়েছে । রাজ্য সরকারের উৎসশ্রীর মাধ্যমে বদলি হয়ে শিক্ষক এই জেলা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে । রাজ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষক বা পরিদর্শকদের কাজে লাগানো হচ্ছে । যা রাজ্যের মধ্যে নজীরবিহীন ঘটনা ।

আরও পড়ুন: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

পারবেন প্রাথমিকের শিক্ষকেরা ? কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই প্রাথমিক শিক্ষকদের আচমকা এই পরীক্ষক বা পরিদর্শকের কাজে লাগানো হলে, তাঁরা কী এই কাজ করতে পারবেন ? জেলা বিদ্যালয় পরিদর্শকের দাবি, জেলায় বহু প্রাথমিক শিক্ষক উচ্চশিক্ষিত । যে শিক্ষক উচ্চশিক্ষিত হয়েও প্রাথমিকে শিক্ষকতা করছেন, তাঁদেরকেই এই কাজে ব্যবহার করা হবে বলে দুলাল সরকার জানিয়েছেন ।

সমালোচনায় সরব নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি: প্রাথমিক শিক্ষককে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । সংগঠনের জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, টাকার বিনিময়ে বহু শিক্ষক নিয়োগের পর আদালতের নির্দেশে তাঁদের চাকরি বাতিল হয়েছে । এ ছাড়াও প্রচুর শিক্ষক প্রতি বছর অবসর নিচ্ছেন ।

শূন্যপদে শিক্ষক নিয়োগ না হওয়া, অপরদিকে আদালতের নির্দেশে শিক্ষক বাতিল হওয়ার পর জেলাজুড়ে শিক্ষক অপ্রতুল হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মত তাঁর । মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে গিয়ে কোনও বিদ্যালয়ে পঠন পাঠনে যাতে সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টি তারা নজরে রাখবেন বলে জানিয়েছেন।

স্বাগত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির: জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের মধ্যে বহু উচ্চশিক্ষিত শিক্ষক রয়েছেন । তাঁরা উপরের দিকে উঠতে চাইলে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তাঁদের টেনে ধরে নীচে নামাতে চাইছে ।

শিক্ষকতা ছাড়াও প্রাথমিক শিক্ষকদের অন্য কাজে ব্যাবহার করলে প্রাথমিক শিক্ষকরা সেই কাজ গুরুত্ব সহকারে সম্পন্ন করছেন । উত্তর দিনাজপুর জেলায় দুর্নীতির অভিযোগে শিক্ষক বাতিল হয়নি বলে দাবি তাঁর । বিভিন্ন সমস্যায় হাইস্কুলের শিক্ষকরা ছুটিতে থাকার জন্য এই সমস্যা বলে দাবি করেছেন গৌরাঙ্গ চৌহান ।

মাধ্যমিকে গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা

রায়গঞ্জ, 17 ফেব্রুয়ারি: এ বারের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2023) উত্তর দিনাজপুর (North Dinajpur News) জেলায় নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে । মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিকের শিক্ষকরা (Primary teachers to act as invigilators in Madhyamik)। জেলা বিদ্যালয় পরিদর্শকের ভাষায়, এটা নজীরবিহীন ঘটনা । আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

শিক্ষকের সংখ্যা অপ্রতুল: আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা । উত্তর দিনাজপুর 117টি পরীক্ষা কেন্দ্রে 31 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে । পরীক্ষা কেন্দ্রের জন্য যে পরিমাণ পর্যবেক্ষক বা শিক্ষকের প্রয়োজন, উচ্চ বিদ্যালয়গুলিতে সেই সংখ্যক শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষকদের পরীক্ষার পর্যবেক্ষকের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দফতর ।

অনুমোদন রাজ্য শিক্ষা দফতরের: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য শিক্ষা দফতরের কাছে গত 13 ফেব্রুয়ারি লিখিত আবেদন জানানো হয়েছিল । রাজ্য শিক্ষা দফতর জেলার এই আবেদনকে অনুমোদন দিয়েছে । কত সংখ্যক প্রাথমিক শিক্ষককে মাধ্যমিকের পরীক্ষকের কাজে লাগানো হবে, সে ব্যাপারে এখনও সঠিক তথ্য না এলেও উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, প্রায় 50 জন প্রাথমিক শিক্ষককে পর্যবেক্ষকের কাজে লাগানো হবে বলে অনুমান করা হচ্ছে ।

নজীরবিহীন ঘটনা: জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-2 এবং ইটাহার ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতেই এই শিক্ষকের ঘাটতি রয়েছে । রাজ্য সরকারের উৎসশ্রীর মাধ্যমে বদলি হয়ে শিক্ষক এই জেলা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে । রাজ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষক বা পরিদর্শকদের কাজে লাগানো হচ্ছে । যা রাজ্যের মধ্যে নজীরবিহীন ঘটনা ।

আরও পড়ুন: উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য ভিন্ন প্রবেশিকা পরীক্ষার কোচিং চালু মালদায়

পারবেন প্রাথমিকের শিক্ষকেরা ? কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই প্রাথমিক শিক্ষকদের আচমকা এই পরীক্ষক বা পরিদর্শকের কাজে লাগানো হলে, তাঁরা কী এই কাজ করতে পারবেন ? জেলা বিদ্যালয় পরিদর্শকের দাবি, জেলায় বহু প্রাথমিক শিক্ষক উচ্চশিক্ষিত । যে শিক্ষক উচ্চশিক্ষিত হয়েও প্রাথমিকে শিক্ষকতা করছেন, তাঁদেরকেই এই কাজে ব্যবহার করা হবে বলে দুলাল সরকার জানিয়েছেন ।

সমালোচনায় সরব নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি: প্রাথমিক শিক্ষককে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । সংগঠনের জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, টাকার বিনিময়ে বহু শিক্ষক নিয়োগের পর আদালতের নির্দেশে তাঁদের চাকরি বাতিল হয়েছে । এ ছাড়াও প্রচুর শিক্ষক প্রতি বছর অবসর নিচ্ছেন ।

শূন্যপদে শিক্ষক নিয়োগ না হওয়া, অপরদিকে আদালতের নির্দেশে শিক্ষক বাতিল হওয়ার পর জেলাজুড়ে শিক্ষক অপ্রতুল হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মত তাঁর । মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে গিয়ে কোনও বিদ্যালয়ে পঠন পাঠনে যাতে সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টি তারা নজরে রাখবেন বলে জানিয়েছেন।

স্বাগত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির: জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের মধ্যে বহু উচ্চশিক্ষিত শিক্ষক রয়েছেন । তাঁরা উপরের দিকে উঠতে চাইলে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তাঁদের টেনে ধরে নীচে নামাতে চাইছে ।

শিক্ষকতা ছাড়াও প্রাথমিক শিক্ষকদের অন্য কাজে ব্যাবহার করলে প্রাথমিক শিক্ষকরা সেই কাজ গুরুত্ব সহকারে সম্পন্ন করছেন । উত্তর দিনাজপুর জেলায় দুর্নীতির অভিযোগে শিক্ষক বাতিল হয়নি বলে দাবি তাঁর । বিভিন্ন সমস্যায় হাইস্কুলের শিক্ষকরা ছুটিতে থাকার জন্য এই সমস্যা বলে দাবি করেছেন গৌরাঙ্গ চৌহান ।

Last Updated : Feb 17, 2023, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.