ETV Bharat / state

পাঁচতারা হোটেলে সাক্ষাতের পর এবার ফরওয়ার্ড ব্লক বিধায়ককে ফোন প্রশান্ত কিশোরের ! - বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ় । তাঁর কাছে এবার ফোন গেল প্রশান্ত কিশোরের টিমের তরফে । এছাড়াও কয়েকদিন আগে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে প্রশান্ত কিশোর তাঁর সঙ্গে দেখা করেন বলে ইমরানের দাবি ।

prashant kishor
prashant kishor
author img

By

Published : Sep 2, 2020, 7:34 AM IST

রায়গঞ্জ, 2 সেপ্টেম্বর : প্রথমে এক পাঁচতারা হোটেলে দেখা করেছিলেন । এবার তাঁকে ফোন করেছেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর । এই দাবি করলেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ় । তাঁকে না কি মন্ত্রিত্বের টোপ দিয়েছেন প্রশান্ত কিশোর । এমনকী বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তাঁকে জেতানোর কথাও নাকি বলা হয় । তবে শর্ত, তৃণমূলে যোগ দিতে হবে ।

ইমরানের দাবি, প্রশান্ত কিশোর সস্ত্রীক এসে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গে কথা বলেন । এর আগেই প্রশান্ত কিশোরের দলের একাধিক সদস্য তাঁর সঙ্গে নাকি কথাও বলেছিলেন ।

তবে ইমরানই প্রথম নয় । এর আগে ধুপগুড়ির লক্ষীকান্ত রায়, মমতা রায়, রফিকুল ইসলাম, দেবেশ দাসের সঙ্গে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা যোগাযোগ করেছেন বলে দাবি । এরপরই সরব হয়েছে বাম শিবির । কড়া সমালোচনা করেছেন তাঁরা ।

তাঁকে কী বলেছেন প্রশান্ত ? এই বিষয়ে আলি ইমরান রমজ় বলেন, তাঁকে যে কোনও শর্তেই তৃণমূলে যোগদান করাতে চান প্রশান্ত কিশোর । বলেন, "কেবলমাত্র মন্ত্রিত্বের হাতছানি নয়, অন্যান্য বিভিন্ন রকম ইঙ্গিত ছিল প্রশান্ত কিশোরের কথায় । আমি প্রশান্ত কিশোরকে জানিয়ে দিয়েছি তৃণমূলে যোগ দেওয়ার হলে বহু আগেই দিতাম । স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার সঙ্গে বহুদিন আগে কথা বলেছেন । 10 বছর আগেই আমি তৃণমূলে যোগদান করতে পারতাম । আমি প্রশান্ত কিশোরকে জানিয়ে দিয়েছি আদর্শ বিক্রি নেই । নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত । আমি তাঁর আদর্শে বিশ্বাসী । দল বদল করব না । তাহলে চাকুলিয়ার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে ।"

এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী । বলেন," তৃণমূল নেতাদের কি মুখ পোড়া ? প্রার্থী হওয়ার লোক নেই ? টেন্ডার পিকে কে? দেউলিয়াপনা । হাসির খোরাকে পরিণত হচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী । এর আগেও আমরা দেখেছি ধুপগুড়ির লক্ষ্মীকান্ত রায়, রফিকুল ইসলাম , মমতা রায়, দেবেশ দাশ সহ অন্তত আটজন বর্তমান ও প্রাক্তন বিধায়ককে টোপ দিয়েও অসফল পিকে বাহিনী । বাংলার মানুষ বুঝতে পারছেন কাদের হাতে রাজ্যের দায়িত্ব ।" তবে প্রশান্ত কিশোর বা তাঁর সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

রায়গঞ্জ, 2 সেপ্টেম্বর : প্রথমে এক পাঁচতারা হোটেলে দেখা করেছিলেন । এবার তাঁকে ফোন করেছেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর । এই দাবি করলেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ় । তাঁকে না কি মন্ত্রিত্বের টোপ দিয়েছেন প্রশান্ত কিশোর । এমনকী বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তাঁকে জেতানোর কথাও নাকি বলা হয় । তবে শর্ত, তৃণমূলে যোগ দিতে হবে ।

ইমরানের দাবি, প্রশান্ত কিশোর সস্ত্রীক এসে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গে কথা বলেন । এর আগেই প্রশান্ত কিশোরের দলের একাধিক সদস্য তাঁর সঙ্গে নাকি কথাও বলেছিলেন ।

তবে ইমরানই প্রথম নয় । এর আগে ধুপগুড়ির লক্ষীকান্ত রায়, মমতা রায়, রফিকুল ইসলাম, দেবেশ দাসের সঙ্গে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা যোগাযোগ করেছেন বলে দাবি । এরপরই সরব হয়েছে বাম শিবির । কড়া সমালোচনা করেছেন তাঁরা ।

তাঁকে কী বলেছেন প্রশান্ত ? এই বিষয়ে আলি ইমরান রমজ় বলেন, তাঁকে যে কোনও শর্তেই তৃণমূলে যোগদান করাতে চান প্রশান্ত কিশোর । বলেন, "কেবলমাত্র মন্ত্রিত্বের হাতছানি নয়, অন্যান্য বিভিন্ন রকম ইঙ্গিত ছিল প্রশান্ত কিশোরের কথায় । আমি প্রশান্ত কিশোরকে জানিয়ে দিয়েছি তৃণমূলে যোগ দেওয়ার হলে বহু আগেই দিতাম । স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার সঙ্গে বহুদিন আগে কথা বলেছেন । 10 বছর আগেই আমি তৃণমূলে যোগদান করতে পারতাম । আমি প্রশান্ত কিশোরকে জানিয়ে দিয়েছি আদর্শ বিক্রি নেই । নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত । আমি তাঁর আদর্শে বিশ্বাসী । দল বদল করব না । তাহলে চাকুলিয়ার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে ।"

এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী । বলেন," তৃণমূল নেতাদের কি মুখ পোড়া ? প্রার্থী হওয়ার লোক নেই ? টেন্ডার পিকে কে? দেউলিয়াপনা । হাসির খোরাকে পরিণত হচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী । এর আগেও আমরা দেখেছি ধুপগুড়ির লক্ষ্মীকান্ত রায়, রফিকুল ইসলাম , মমতা রায়, দেবেশ দাশ সহ অন্তত আটজন বর্তমান ও প্রাক্তন বিধায়ককে টোপ দিয়েও অসফল পিকে বাহিনী । বাংলার মানুষ বুঝতে পারছেন কাদের হাতে রাজ্যের দায়িত্ব ।" তবে প্রশান্ত কিশোর বা তাঁর সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.