রায়গঞ্জ, 27 অগাস্ট : ছিনতাই হওয়া গ্রিন টি বোঝাই লরি মাত্র চার ঘণ্টার মধ্যে উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ ৷ ঘটনায় আটক সাতজন ৷ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ । পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কেন ছিনতাই করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷
ইসলামপুর পুলিশ সূত্রে খবর, আসাম থেকে গ্রিন টি বোঝাই একটি লরি কলকাতায় যাচ্ছিল ৷ ইসলামপুর থানার ধনতলা আফজল চক এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ওই লরিটিকে ছিনতাই করে একদল দুষ্কৃতী । পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ খবর পেয়ে লরির সন্ধান শুরু করে পুলিশ । মেলে সাফল্য ৷ মাত্র চার ঘণ্টার মধ্যে ইসলামপুরের ধনতলা এলাকা থেকে ছিনতাই হওয়া লরিটি উদ্ধার করে পুলিশ । ঘটনার সাথে যুক্ত সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷