ETV Bharat / state

রায়গঞ্জে লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1 - রায়গঞ্জ

উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1 ৷ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ৷

one person died in fatal accident in Raiganj
লরি-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1
author img

By

Published : Jul 28, 2020, 2:12 PM IST

রায়গঞ্জ, 28 জুলাই : লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির টুনিভিটা এলাকায় ৷ জানা গিয়েছে মৃতের নাম মহম্মদ কাশিম ৷ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ি থেকে বাইকে করে মালদা যাচ্ছিলেন মহম্মদ কাশিম ও তাঁর এক সঙ্গী ৷ করণদিঘির টুনাভিটা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে আচমকাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদ কাশিমের ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ অপরদিকে, ঘটনার পরই লরিচালক ও খালাসি পালিয়ে যায় ৷ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ৷

রায়গঞ্জ, 28 জুলাই : লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির টুনিভিটা এলাকায় ৷ জানা গিয়েছে মৃতের নাম মহম্মদ কাশিম ৷ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ি থেকে বাইকে করে মালদা যাচ্ছিলেন মহম্মদ কাশিম ও তাঁর এক সঙ্গী ৷ করণদিঘির টুনাভিটা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে আচমকাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদ কাশিমের ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ অপরদিকে, ঘটনার পরই লরিচালক ও খালাসি পালিয়ে যায় ৷ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.