ETV Bharat / state

ফি মকুবের দাবিতে রায়গঞ্জে বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ

author img

By

Published : Jun 11, 2020, 8:15 PM IST

রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাাতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । তাঁদের দাবি, স্কুল বন্ধ থাকলে ফি নেওয়া যাবে না ।

raiganj
raiganj

রায়গঞ্জ, 11জুন : ফি মকুবের দাবিতে রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিবাবকদের একাংশ । তাঁদের দাবি এই চরম অসময়ে স্কুল বন্ধ থাকার পরেও বেতন চাইছে স্কুল কর্তৃপক্ষ । যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের ।

সকাল থেকেই ওই স্কুলের বাইরে “নো স্কুল নো ফি” প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা । তাঁদের দাবি শুনে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অবশ্যই ফি মকুব করতে হবে ।

অভিভাবকদের তরফে স্বপন দাস বলেন, “সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে । আমাদের জানানো হয়, যে স্কুল বন্ধ থাকলেও সম্পূর্ণ ফি দিতে হবে । লকডাউনের জেরে বর্তমানে আমরা চরম আর্থিক সমস্যায় রয়েছি । সেই সময়ে স্কুল খোলা না থাকলেও কীভাবে টাকা চাইতে পারে তাই নিয়ে আমরা চিন্তায় পড়েছি । আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বেতন ম্যকুবের জন্য আলোচনা করলেও তারা তা মানতে চাইছে না । আমরা এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করেছি । এমনকী জেলাশাসকের কাছে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য আবেদন করা হয়েছে । স্কুল বন্ধ থাকলে আমরা কোনওভাবেই ফি দিতে রাজি নই ।”

স্কুলের পরিচালন সমিতির সম্পাদক আদিত্যনারায়ণ দাস বলেন, “আমরা গরিব ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য ফি মকুবে রাজি হয়েছি । আমরা তাঁদের আবেদন করতে বলেছি । কিন্তু অভিভাবকরা চাইছেন প্রত্যেকের জন্য একই নিয়ম হোক । আমাদের স্কুলের কর্মচারীদের বেতন ছাত্র-ছাত্রীদের ফি-র উপর অনেকাংশে নির্ভরশীল । সবার বেতন মকুব হলে কী করে স্কুলের খরচ আমরা মেটাব ।”

রায়গঞ্জ, 11জুন : ফি মকুবের দাবিতে রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখাল অভিবাবকদের একাংশ । তাঁদের দাবি এই চরম অসময়ে স্কুল বন্ধ থাকার পরেও বেতন চাইছে স্কুল কর্তৃপক্ষ । যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের ।

সকাল থেকেই ওই স্কুলের বাইরে “নো স্কুল নো ফি” প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা । তাঁদের দাবি শুনে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অবশ্যই ফি মকুব করতে হবে ।

অভিভাবকদের তরফে স্বপন দাস বলেন, “সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করে । আমাদের জানানো হয়, যে স্কুল বন্ধ থাকলেও সম্পূর্ণ ফি দিতে হবে । লকডাউনের জেরে বর্তমানে আমরা চরম আর্থিক সমস্যায় রয়েছি । সেই সময়ে স্কুল খোলা না থাকলেও কীভাবে টাকা চাইতে পারে তাই নিয়ে আমরা চিন্তায় পড়েছি । আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বেতন ম্যকুবের জন্য আলোচনা করলেও তারা তা মানতে চাইছে না । আমরা এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করেছি । এমনকী জেলাশাসকের কাছে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য আবেদন করা হয়েছে । স্কুল বন্ধ থাকলে আমরা কোনওভাবেই ফি দিতে রাজি নই ।”

স্কুলের পরিচালন সমিতির সম্পাদক আদিত্যনারায়ণ দাস বলেন, “আমরা গরিব ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য ফি মকুবে রাজি হয়েছি । আমরা তাঁদের আবেদন করতে বলেছি । কিন্তু অভিভাবকরা চাইছেন প্রত্যেকের জন্য একই নিয়ম হোক । আমাদের স্কুলের কর্মচারীদের বেতন ছাত্র-ছাত্রীদের ফি-র উপর অনেকাংশে নির্ভরশীল । সবার বেতন মকুব হলে কী করে স্কুলের খরচ আমরা মেটাব ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.