ETV Bharat / state

মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটল এক ছাত্রের দাদার

মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটল এক ছাত্রের দাদার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সোলপাড়া হাইস্কুলে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

NORTH DINAJPUR
মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, মাথা ফাটলো এক ছাত্রের দাদার
author img

By

Published : Jun 15, 2021, 11:29 AM IST

Updated : Jun 15, 2021, 1:13 PM IST

রায়গঞ্জ, ১৫ জুন: মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটল এক ছাত্রের দাদার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সোলপাড়া হাইস্কুলে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র সোলপাড়া হাইস্কুলে মিড-ডে মিলের চাল নিতে স্কুলে আসে । ওই ছাত্র মিড-ডে-মিলের স্লিপ আনতে ভুলে যাওয়ায় ফজলু নামে এক শিক্ষক তাকে মারধর করে বলে অভিযোগ । খবর পেয়ে ওই ছাত্রের দাদা রফিকুল স্কুলে এলে শিক্ষকদের সঙ্গে বচসা শুরু হয় ।

মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটলো এক ছাত্রের দাদার

স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে স্কুলে এসে ওই ছাত্র ও তার দাদাকে স্কুল থেকে বাইরে বের করে দেয় । তাদের বাড়ি যাওয়ার জন্য একটি গাড়িতেও বসিয়ে দেন স্থানীয়রা । সেইসময় জাহাঙ্গির নামে স্কুলের এক শিক্ষকের ছেলে ১০ থেকে ১২ জন বহিরাগতকে নিয়ে এসে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্র হুমায়ুন ও তার দাদা রফিকুলকে ব্যাপক মারধর শুরু করে ।

আরও পড়ুন: করোনার বিধিনিষেধে এবারও বন্ধ রামকেলি মেলা

রফিকুলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন সোলপাড়া হাইস্কুলের এক অস্থায়ী শিক্ষক । তিনি বলেন, ‘‘একজন ছাত্র ভুল করলে শিক্ষক থাপ্পড় মারতেই পারে । ওটা শিক্ষক ও ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে । ’’ তার পরে ওই শিক্ষক ওদেরস্কুলের বাইরে পাঠিয়ে দেন । বাইরে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।

রায়গঞ্জ, ১৫ জুন: মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটল এক ছাত্রের দাদার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সোলপাড়া হাইস্কুলে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র সোলপাড়া হাইস্কুলে মিড-ডে মিলের চাল নিতে স্কুলে আসে । ওই ছাত্র মিড-ডে-মিলের স্লিপ আনতে ভুলে যাওয়ায় ফজলু নামে এক শিক্ষক তাকে মারধর করে বলে অভিযোগ । খবর পেয়ে ওই ছাত্রের দাদা রফিকুল স্কুলে এলে শিক্ষকদের সঙ্গে বচসা শুরু হয় ।

মিড-ডে মিলের চাল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মাথা ফাটলো এক ছাত্রের দাদার

স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে স্কুলে এসে ওই ছাত্র ও তার দাদাকে স্কুল থেকে বাইরে বের করে দেয় । তাদের বাড়ি যাওয়ার জন্য একটি গাড়িতেও বসিয়ে দেন স্থানীয়রা । সেইসময় জাহাঙ্গির নামে স্কুলের এক শিক্ষকের ছেলে ১০ থেকে ১২ জন বহিরাগতকে নিয়ে এসে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্র হুমায়ুন ও তার দাদা রফিকুলকে ব্যাপক মারধর শুরু করে ।

আরও পড়ুন: করোনার বিধিনিষেধে এবারও বন্ধ রামকেলি মেলা

রফিকুলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন সোলপাড়া হাইস্কুলের এক অস্থায়ী শিক্ষক । তিনি বলেন, ‘‘একজন ছাত্র ভুল করলে শিক্ষক থাপ্পড় মারতেই পারে । ওটা শিক্ষক ও ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে । ’’ তার পরে ওই শিক্ষক ওদেরস্কুলের বাইরে পাঠিয়ে দেন । বাইরে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।

Last Updated : Jun 15, 2021, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.