রায়গঞ্জ, ২১ ডিসেম্বর: গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার হয় রায়গঞ্জ কর্ণজোড়ার সূর্যোদয় হোম থেকে পলাতক দুই নাবালক৷ শুক্রবার রাতে ওই দুই নাবালকের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায়, চাইল্ড লাইন ও কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন তাঁরা৷ এরপর তাঁদের সহয়তায় শুরু হয় এই নাবালকদের আস্তানার খোঁজ ।
ওই দুই নাবালক মুক বধির হওয়ায় কর্ণজোড়ার মূক ও বধিরদের বিদ্যালয় ও হোমে খোঁজ করা হলে জানা যায় যে ওই দুই নাবালক সূর্যোদয় হোম থেকে বৃহস্পতিবার থেকে পালিয়ে যায়৷ এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও বাসিন্দারা তাদেরকে হোমে পৌঁছে দিয়ে আসেন৷ হোম কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ না খুললেও, সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে হোমের ৯ নিখোঁজ ছিল৷ তাদের মধ্যে ৭ জনকে বৃহস্পতিবার রাতেই উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার রাতে বাকি দুজনের খোঁজ পাওয়ায় স্বস্তিতে হোম কর্তৃপক্ষ৷ তবে প্রশ্ন উঠেছে হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ।
গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার দুই পলাতক নাবালক - রাইগঞ্জ সূর্যোদয় হোম পলাতক নাবালক
পুলিশের তৎপরতায় রায়গঞ্জ কর্ণজোড়ার সূর্যোদয় মুক ও বধির হোম থেকে পালিয়ে যাওয়া ২ নাবালককে উদ্ধার করে হোমে ফেরালেন রায়গঞ্জ মিশনমোড় এলাকার স্থানীয় বাসিন্দারা।
![গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার দুই পলাতক নাবালক raigunj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5446831-thumbnail-3x2-child.jpg?imwidth=3840)
রায়গঞ্জ, ২১ ডিসেম্বর: গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার হয় রায়গঞ্জ কর্ণজোড়ার সূর্যোদয় হোম থেকে পলাতক দুই নাবালক৷ শুক্রবার রাতে ওই দুই নাবালকের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায়, চাইল্ড লাইন ও কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন তাঁরা৷ এরপর তাঁদের সহয়তায় শুরু হয় এই নাবালকদের আস্তানার খোঁজ ।
ওই দুই নাবালক মুক বধির হওয়ায় কর্ণজোড়ার মূক ও বধিরদের বিদ্যালয় ও হোমে খোঁজ করা হলে জানা যায় যে ওই দুই নাবালক সূর্যোদয় হোম থেকে বৃহস্পতিবার থেকে পালিয়ে যায়৷ এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও বাসিন্দারা তাদেরকে হোমে পৌঁছে দিয়ে আসেন৷ হোম কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ না খুললেও, সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে হোমের ৯ নিখোঁজ ছিল৷ তাদের মধ্যে ৭ জনকে বৃহস্পতিবার রাতেই উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার রাতে বাকি দুজনের খোঁজ পাওয়ায় স্বস্তিতে হোম কর্তৃপক্ষ৷ তবে প্রশ্ন উঠেছে হোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ।
রাতে হোম কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও, হোম সুত্রে জানা যায় বৃহস্পতিবার ৯ পড়ুয়া হোম থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে বৃহস্পতিবার রাতেই উদ্ধার হয় ৭ পলাতক পড়ুয়া। খোজ মিলছিল না আরও ২ জনের, শুক্রবার রাতে বাকী দু'জনের খোজ মেলায় স্বস্তিতে হোম কর্তৃপক্ষ। তবে হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাইট ১) যতেন বর্মন (উদ্ধারকারী এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য)Body:AbcdConclusion:Abcd