ETV Bharat / state

Karandighi Accident: করণদিঘিতে পথ দুর্ঘটনায় আহত 22 - Karandighi toto pickup van accident

টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান ৷ আহন হয়েছেন 22 জন (22 injured road accident in Karandighi) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে ৷

Karandighi Accident
করনদিঘিতে পথ দুর্ঘটনা
author img

By

Published : Mar 31, 2022, 12:59 PM IST

রায়গঞ্জ, 31 মার্চ : টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। রাস্তার ধারে ভ্য়ানটি উল্টে যাওয়ায় আহত হলেন 22 জন যাত্রী (22 injured road accident in Karandighi)। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভুলকি রাজ্য সড়কের ঝিল্পি মোড় এলাকায়।

আরও পড়ুন : Howrah Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা কলকাতাগামী সরকারি বাসের, নিহত 1

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থেকে একটি পরিবার ও কয়েকজন গ্রামবাসী এদিন পিকআপ ভ্যানে চেপে মৃতের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ৷ সেসময় ভ্য়ানটি করণদিঘির ভুলকি এলাকায় রাজ্য সড়কের ঝিল্পি মোড়ের কাছে আসতেই আচমকা একটি টোটোকে ওভারটেক করতে যায় ৷ এরপর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় । ঘটনা লক্ষ্য় করে আশপাশ থেকে লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন ৷ এরপর আহতদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

রায়গঞ্জ, 31 মার্চ : টোটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। রাস্তার ধারে ভ্য়ানটি উল্টে যাওয়ায় আহত হলেন 22 জন যাত্রী (22 injured road accident in Karandighi)। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভুলকি রাজ্য সড়কের ঝিল্পি মোড় এলাকায়।

আরও পড়ুন : Howrah Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা কলকাতাগামী সরকারি বাসের, নিহত 1

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকুলিয়া থেকে একটি পরিবার ও কয়েকজন গ্রামবাসী এদিন পিকআপ ভ্যানে চেপে মৃতের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ৷ সেসময় ভ্য়ানটি করণদিঘির ভুলকি এলাকায় রাজ্য সড়কের ঝিল্পি মোড়ের কাছে আসতেই আচমকা একটি টোটোকে ওভারটেক করতে যায় ৷ এরপর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় । ঘটনা লক্ষ্য় করে আশপাশ থেকে লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন ৷ এরপর আহতদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.