রায়গঞ্জ, 7 মার্চ : পরিবারের সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে ইউক্রেন থেকে ঘরে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লকের হরিহরপুরের বাসিন্দা সৌরভ বাগচী । রবিবার বিকেলে দিল্লি থেকে সৌরভের বিমান এসে নামে বাগডোগরা বিমানবন্দরে । সেখান থেকে রাত 10টা নাগাদ কালিয়াগঞ্জের হরিহরপুরের বাড়িতে এসে পৌঁছান সৌরভ (Kaliaganj student returns from Kviv Ukraine)।
আপ্লুত বাবা-মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভাসলেন । পাড়া প্রতিবেশী থেকে স্থানীয় কাউন্সিলর, সকলেই ফুলের মালা আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন ঘরের ছেলেকে । মা সীমা দাস বাগচী, বাবা নীতীশ বাগচী দই-মিষ্টি খাইয়ে বরণ করে ঘরে তুললেন ছেলেকে। সৌরভকে ইউক্রেন থেকে ফিরে পেয়ে খুশির হাওয়া কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকায়।
আরও পড়ুন : Students Return from Ukraine : যুদ্ধ বিধ্বস্ত খারকিভ থেকে ফিরলেন আসানসোলের সালহীন
বাবা নীতীশ বাগচী ছোট্ট একটি হোটেল চালিয়ে দিন গুজরান করেন ৷ ছেলের চোখে ছিল ডাক্তারি পড়ার স্বপ্ন । সৌরভের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ইউক্রনের কিভে 2019 সালে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন তিনি । কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হতেই সবকিছু ওলট পালট হয়ে যায় । এরপর সৌরভ-সহ তাঁর বেশ কয়েকজন বন্ধু প্রায় সাত দিন মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নেন । তারপর তাঁরা ভারতীয় বন্ধুরা মিলে নিজেদের উদ্যোগে প্রাণ হাতে করে কিভ থেকে রওনা দেন ইউক্রেন সীমান্তের দিকে ।
দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভ । মাঝখানের কয়েকটা দিন রীতিমতো আতঙ্ককে সঙ্গী করে কেটেছে বলে জানিয়েছেন সৌরভ । তিনি বলেন, "ইউক্রেন সরকার আমাদের সাহায্য করতে পারেনি ৷ ওরা নিজেদের বাচাঁতে ব্যস্ত ৷ কখনও বিমান বাতিল হয়েছে। কখনও টানা বাঙ্কারে কাটাতে হয়েছে রাত । যেখানে থেকেছি তাঁর কাছেই বিস্ফোরণের শব্দ শুনেছি প্রতিনিয়ত । কোনও রকমে বাসে করে এবং 15 কিলোমিটার হেঁটে ইউক্রেন সীমান্তে পৌঁছোই । ট্রেনেও জায়গা পায়নি। এরপর পোল্যান্ডে পৌঁছে সেখান থেকে দূতাবাসের কর্মীদের সাহায্যে দিল্লির বিমান ধরার সুযোগ পাই ৷’’
তাঁর আরও ডাক্তারি পড়ুয়া বন্ধুরা এখনও আটকে রয়েছেন ইউক্রেনে ৷ তাঁদের ফেরত আনার জন্য সরকারের কাছে আবেদন জানান সৌরভ ।