ETV Bharat / state

Student Returns from Ukraine : ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন সৌরভ, আনন্দাশ্রু মা-বাবার - return home

ইউক্রেন থেকে ঘরে ফিরলেন কালিয়াগঞ্জের বাসিন্দা সৌরভ বাগচী (Kaliaganj student returns from Kviv Ukraine) । রবিবার বিকেলে দিল্লি থেকে সৌরভের বিমান নামে বাগডোগরায় ৷ ছেলেকে দেখে আপ্লুত বাবা-মা ৷

Students
Students
author img

By

Published : Mar 7, 2022, 4:00 PM IST

Updated : Mar 7, 2022, 6:46 PM IST

রায়গঞ্জ, 7 মার্চ : পরিবারের সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে ইউক্রেন থেকে ঘরে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লকের হরিহরপুরের বাসিন্দা সৌরভ বাগচী । রবিবার বিকেলে দিল্লি থেকে সৌরভের বিমান এসে নামে বাগডোগরা বিমানবন্দরে । সেখান থেকে রাত 10টা নাগাদ কালিয়াগঞ্জের হরিহরপুরের বাড়িতে এসে পৌঁছান সৌরভ (Kaliaganj student returns from Kviv Ukraine)।

আপ্লুত বাবা-মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভাসলেন । পাড়া প্রতিবেশী থেকে স্থানীয় কাউন্সিলর, সকলেই ফুলের মালা আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন ঘরের ছেলেকে । মা সীমা দাস বাগচী, বাবা নীতীশ বাগচী দই-মিষ্টি খাইয়ে বরণ করে ঘরে তুললেন ছেলেকে। সৌরভকে ইউক্রেন থেকে ফিরে পেয়ে খুশির হাওয়া কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকায়।

Student from Kviv
বাবা নিশীথ বাগচী বরণ করে নিচ্ছেন ছেলে সৌরভ বাগচীকে

আরও পড়ুন : Students Return from Ukraine : যুদ্ধ বিধ্বস্ত খারকিভ থেকে ফিরলেন আসানসোলের সালহীন

বাবা নীতীশ বাগচী ছোট্ট একটি হোটেল চালিয়ে দিন গুজরান করেন ৷ ছেলের চোখে ছিল ডাক্তারি পড়ার স্বপ্ন । সৌরভের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ইউক্রনের কিভে 2019 সালে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন তিনি । কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হতেই সবকিছু ওলট পালট হয়ে যায় । এরপর সৌরভ-সহ তাঁর বেশ কয়েকজন বন্ধু প্রায় সাত দিন মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নেন । তারপর তাঁরা ভারতীয় বন্ধুরা মিলে নিজেদের উদ্যোগে প্রাণ হাতে করে কিভ থেকে রওনা দেন ইউক্রেন সীমান্তের দিকে ।

দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভ । মাঝখানের কয়েকটা দিন রীতিমতো আতঙ্ককে সঙ্গী করে কেটেছে বলে জানিয়েছেন সৌরভ । তিনি বলেন, "ইউক্রেন সরকার আমাদের সাহায্য করতে পারেনি ৷ ওরা নিজেদের বাচাঁতে ব্যস্ত ৷ কখনও বিমান বাতিল হয়েছে। কখনও টানা বাঙ্কারে কাটাতে হয়েছে রাত । যেখানে থেকেছি তাঁর কাছেই বিস্ফোরণের শব্দ শুনেছি প্রতিনিয়ত । কোনও রকমে বাসে করে এবং 15 কিলোমিটার হেঁটে ইউক্রেন সীমান্তে পৌঁছোই । ট্রেনেও জায়গা পায়নি। এরপর পোল্যান্ডে পৌঁছে সেখান থেকে দূতাবাসের কর্মীদের সাহায্যে দিল্লির বিমান ধরার সুযোগ পাই ৷’’

আরও পড়ুন : Ukrainian soldiers get married amid war: যুদ্ধক্ষেত্রেও ফুটল বিয়ের ফুল, বম্ব শেল্টারে বিবাহবন্ধনে ইউক্রেনের দুই সৈনিক

তাঁর আরও ডাক্তারি পড়ুয়া বন্ধুরা এখনও আটকে রয়েছেন ইউক্রেনে ৷ তাঁদের ফেরত আনার জন্য সরকারের কাছে আবেদন জানান সৌরভ ।

রায়গঞ্জ, 7 মার্চ : পরিবারের সমস্ত উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে ইউক্রেন থেকে ঘরে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লকের হরিহরপুরের বাসিন্দা সৌরভ বাগচী । রবিবার বিকেলে দিল্লি থেকে সৌরভের বিমান এসে নামে বাগডোগরা বিমানবন্দরে । সেখান থেকে রাত 10টা নাগাদ কালিয়াগঞ্জের হরিহরপুরের বাড়িতে এসে পৌঁছান সৌরভ (Kaliaganj student returns from Kviv Ukraine)।

আপ্লুত বাবা-মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভাসলেন । পাড়া প্রতিবেশী থেকে স্থানীয় কাউন্সিলর, সকলেই ফুলের মালা আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন ঘরের ছেলেকে । মা সীমা দাস বাগচী, বাবা নীতীশ বাগচী দই-মিষ্টি খাইয়ে বরণ করে ঘরে তুললেন ছেলেকে। সৌরভকে ইউক্রেন থেকে ফিরে পেয়ে খুশির হাওয়া কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকায়।

Student from Kviv
বাবা নিশীথ বাগচী বরণ করে নিচ্ছেন ছেলে সৌরভ বাগচীকে

আরও পড়ুন : Students Return from Ukraine : যুদ্ধ বিধ্বস্ত খারকিভ থেকে ফিরলেন আসানসোলের সালহীন

বাবা নীতীশ বাগচী ছোট্ট একটি হোটেল চালিয়ে দিন গুজরান করেন ৷ ছেলের চোখে ছিল ডাক্তারি পড়ার স্বপ্ন । সৌরভের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ইউক্রনের কিভে 2019 সালে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন তিনি । কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হতেই সবকিছু ওলট পালট হয়ে যায় । এরপর সৌরভ-সহ তাঁর বেশ কয়েকজন বন্ধু প্রায় সাত দিন মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নেন । তারপর তাঁরা ভারতীয় বন্ধুরা মিলে নিজেদের উদ্যোগে প্রাণ হাতে করে কিভ থেকে রওনা দেন ইউক্রেন সীমান্তের দিকে ।

দেশে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভ । মাঝখানের কয়েকটা দিন রীতিমতো আতঙ্ককে সঙ্গী করে কেটেছে বলে জানিয়েছেন সৌরভ । তিনি বলেন, "ইউক্রেন সরকার আমাদের সাহায্য করতে পারেনি ৷ ওরা নিজেদের বাচাঁতে ব্যস্ত ৷ কখনও বিমান বাতিল হয়েছে। কখনও টানা বাঙ্কারে কাটাতে হয়েছে রাত । যেখানে থেকেছি তাঁর কাছেই বিস্ফোরণের শব্দ শুনেছি প্রতিনিয়ত । কোনও রকমে বাসে করে এবং 15 কিলোমিটার হেঁটে ইউক্রেন সীমান্তে পৌঁছোই । ট্রেনেও জায়গা পায়নি। এরপর পোল্যান্ডে পৌঁছে সেখান থেকে দূতাবাসের কর্মীদের সাহায্যে দিল্লির বিমান ধরার সুযোগ পাই ৷’’

আরও পড়ুন : Ukrainian soldiers get married amid war: যুদ্ধক্ষেত্রেও ফুটল বিয়ের ফুল, বম্ব শেল্টারে বিবাহবন্ধনে ইউক্রেনের দুই সৈনিক

তাঁর আরও ডাক্তারি পড়ুয়া বন্ধুরা এখনও আটকে রয়েছেন ইউক্রেনে ৷ তাঁদের ফেরত আনার জন্য সরকারের কাছে আবেদন জানান সৌরভ ।

Last Updated : Mar 7, 2022, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.