ETV Bharat / state

রোগীমৃত্যুর জেরে ইসলামপুর হাসপাতালে তাণ্ডব , নিরাপত্তার দাবিতে বিক্ষোভ নার্সদের

রায়গঞ্জের ইসলামপুর মহকুমা হাসপাতালে এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে চলল তাণ্ডব । মারধর করা হল বেশ কয়েক জন কর্মী ও নার্সকে । প্রতিবাদে আজ নিরাপত্তার দাবিতে হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সরা ।

হাসপাতাল ভাঙচুরের দৃশ্য
author img

By

Published : May 28, 2019, 2:33 PM IST

রায়গঞ্জ, 28 মে : এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রায়গঞ্জের ইসলামপুর মহকুমা হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটল । কাঠগড়ায় মৃতের বাড়ির লোকজন । মৃতের নাম মুসতাকিন (62) । চিকিৎসার গাফিলতির ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের ।

রায়গঞ্জের বলঞ্চা গ্রামের বাসিন্দা মুসতাকিন। দু' দিন আগে জ্বর নিয়ে ভরতি হয়েছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালে । চিকিৎসায় গাফিলতিতেই বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মুসতাকিনের ছেলের । মৃতের পরিবারের এক সদস্য বলেন, মুসতাকিনের দু-দিন ধরে জ্বর আসছিল । ধীরে ধীরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে । তখনই তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় । গতকাল রাতে মৃত্যু হয় তাঁর ।

এর পরই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে চড়াও হন । শুরু হয় তাণ্ডব । মেল ওয়ার্ডে চলে ভাঙচুর । অভিযোগ, মারধর করে বেশ কয়েক জন কর্মচারী ও নার্সকে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ এখনও এ বিষয়ে মুখ খুলতে নারাজ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, আজ সকালে ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা ।

রায়গঞ্জ, 28 মে : এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রায়গঞ্জের ইসলামপুর মহকুমা হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটল । কাঠগড়ায় মৃতের বাড়ির লোকজন । মৃতের নাম মুসতাকিন (62) । চিকিৎসার গাফিলতির ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের ।

রায়গঞ্জের বলঞ্চা গ্রামের বাসিন্দা মুসতাকিন। দু' দিন আগে জ্বর নিয়ে ভরতি হয়েছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালে । চিকিৎসায় গাফিলতিতেই বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মুসতাকিনের ছেলের । মৃতের পরিবারের এক সদস্য বলেন, মুসতাকিনের দু-দিন ধরে জ্বর আসছিল । ধীরে ধীরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে । তখনই তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় । গতকাল রাতে মৃত্যু হয় তাঁর ।

এর পরই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে চড়াও হন । শুরু হয় তাণ্ডব । মেল ওয়ার্ডে চলে ভাঙচুর । অভিযোগ, মারধর করে বেশ কয়েক জন কর্মচারী ও নার্সকে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ এখনও এ বিষয়ে মুখ খুলতে নারাজ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, আজ সকালে ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.