রায়গঞ্জ , 17 মে : ঈদের দিন থেকে করোনা সচেতনতার উদ্দেশ্যে সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দিচ্ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । করোনা আবহে মাস্ক ও স্যানিটাইজ়ার পেয়ে খুশি রায়গঞ্জের বাসিন্দারাও ।
লাগাম ছাড়া করোনা সংক্রমণে অতিষ্ঠ সাধারন মানুষ ৷ এরই মধ্যে পালিত হল খুশির ঈদ ৷ তবে এবছরের ঈদটা একটু অন্যরকম ৷
আরও পড়ুন : বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিন ঈদ উপলক্ষ্যে সাধারন মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী । বার্তা দিলেন , সরকারি বিধিনিষেধ মেনে ঈদ পালন করার ৷ তাঁর এই উদ্যোগে খুশি রায়গঞ্জের সাধারণ মানুষ ৷
রবিবার সকালবেলা থেকেই একাজে জুটে যান বিশিষ্ট শিল্পপতি তথা নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । তিনি বলেন , " মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করছি ৷ এই পরিস্থিতিতে সরকার যে চিন্তা করেছে কড়াকড়ির তাতে আমি সহমত ৷ সরকারি নিয়মাবলী সবাইকে সঠিকভাবে পালন করতে হবে ৷ নইলে লকডাউনের কোনও মূল্য থাকবে না ৷ যেখানে অভাব অনটন হবে আমরা সেখানে পৌঁছাব ৷ তবে সচেতনভাবে ৷"