ETV Bharat / state

ঘরে ক্যানসার আক্রান্ত স্বামী, রায়গঞ্জের নার্স অবিচল কর্তব্যে

author img

By

Published : May 13, 2020, 4:25 PM IST

Updated : May 13, 2020, 9:48 PM IST

বাড়িতে ক্যানসার আক্রান্ত স্বামী, একরত্তি মেয়ে । সবকিছু সামলেও নিজের কর্তব্যে অবিচল রায়গঞ্জের নার্স সুচিত্রা গুহ ।

nurse
nurse

রায়গঞ্জ,12 মে : নার্সিং ট্রেনিং-এর সময় অগ্নিকে সাক্ষী রেখে সপথ নিয়েছিলেন নিজের কর্তব্যে অবিচল থাকবেন ৷ নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞা দৃঢ় সংকল্পের সঙ্গে পালন করে চলেছেন রায়গঞ্জের নার্স সুচিত্রা গুহ । বাড়িতে ক্যানসার আক্রান্ত স্বামী, একরত্তি মেয়ে । সবকিছু সামলে নিজের কর্তব্যে অবিচল রায়গঞ্জ পৌরসভা মাতৃ সদন হাসপাতালে চুক্তিভিত্তিক ANM নার্স সুচিত্রা ৷ চলছে লকডাউন ৷ রোজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোরোনা সংক্রমণের খবর আসছে ৷ ইতি মধ্যেই কয়েকজন প্রসূতির শরীরে কোরোনা সংক্রমণ ও দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে বাড়়তি চাপ কলকাতা থেকে জেলার প্রতিটি হাসপাতালে ৷ যে কোনও মুহূর্তে সংক্রমণের ভয় ৷ কিন্তু তা সত্ত্বেও পিছিয়ে যাননি ৷ বরং এখন অসুস্থ রোগীদের সুস্থ করে তোলায় সুচিত্রার জীবনের মূলমন্ত্র । যদিও 2008 সাল থেকে মানুষের সেবায় নিজেকে মগ্ন রেখেছেন তিনি ।

কাজ, সংসার দুটোই একসঙ্গে দই হাতে ভালই সামলাচ্ছিলেন সুচিত্রা ৷ কিন্তু অন্ধকার কখনও বলে কয়ে আসে না ৷ 2014 সালে সুচিত্রার স্বামী রণজিতের ফুসফুসের ক্যানসারে ধরা পড়ে । এরপর থেকে পুরোপুরি বাড়িতেই থাকেন তিনি । বর্তমানে কলকাতা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । নিয়মিত কেমোথেরাপি নিতে হয় তাঁকে । যদিও লকডাউনে জেরে বর্তমানে বন্ধ রয়েছে থেরাপি । দিনের বেশিরভাগ সময়টাই বাবার সেবাই কাটে সুচিত্রা ও রণজিতের দশ বছরের মেয়ে মুন্নির ।

"আমি নারী আমিও পারি"

স্বল্প বেতনে এরপরেও নির্দিষ্ট সময়ে হাসপাতাল পৌঁছে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য খামতি রাখেন না সুচিত্রা । তিনি বলেন, "নিজের কর্মে অবিচল থাকাটাই নার্স হিসেবে ছিল প্রথম শপথ । বাড়িতে নানান অসুবিধা থাকলেও নিজের কর্তব্য থেকে এক পাও সরে দাঁড়াতে পারব না । আমার জীবনে যতই সমস্যা থাকুক নার্সের কর্তব্য আমাকে পালন করতেই হবে ।" সেই সঙ্গে তিনি বলেন, "রণজিতের ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর থেকে ও কাজ করতে পারে না ৷ তাই আয়ও নেই । অন্তত রণজিৎ, মুন্নির জন্য আমাকে কাজ চালিয়ে যেতে হবে । আমি যদি কাজ না করি তাহলে সংসারটা ভেসে যাবে ৷ জীবনে দুঃখ-কষ্ট অনেক থাকবে ৷ কিন্তু আমি একটাই মন্ত্রে বিশ্বাসী ৷ "আমি নারী আমি সব পারি ।"

nurse
কর্তব্যে অবিচল সুচিতা

এবিষয়ে রণজিৎবাবু বলেন, আমি আজ কয়েকমাস ধরে বাড়িতে ৷ কাজ করতে পারি না ৷ এই পরিস্থিতিতে সংসারের দায়ভার পুরোটাই বহন করছে সুচিত্রা ৷ জীবনে ওঁর মত স্ত্রী পেয়েছি এটাই আমার সৌভাগ্য ৷ ওঁ আমার গর্ব ৷" তিনি আরও বলেন, "এই পরিস্থিতিতে যখন সারা দেশ কোরোনা ভাইরাসের প্রকোপে ভীত,সন্ত্রস্ত ৷ তখন ও নিজের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে চলেছে ৷ আমি সত্যিই সুচিত্রাকে নিয়ে গর্বিত ৷"

রায়গঞ্জ,12 মে : নার্সিং ট্রেনিং-এর সময় অগ্নিকে সাক্ষী রেখে সপথ নিয়েছিলেন নিজের কর্তব্যে অবিচল থাকবেন ৷ নিজের কাছে নিজের করা প্রতিজ্ঞা দৃঢ় সংকল্পের সঙ্গে পালন করে চলেছেন রায়গঞ্জের নার্স সুচিত্রা গুহ । বাড়িতে ক্যানসার আক্রান্ত স্বামী, একরত্তি মেয়ে । সবকিছু সামলে নিজের কর্তব্যে অবিচল রায়গঞ্জ পৌরসভা মাতৃ সদন হাসপাতালে চুক্তিভিত্তিক ANM নার্স সুচিত্রা ৷ চলছে লকডাউন ৷ রোজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোরোনা সংক্রমণের খবর আসছে ৷ ইতি মধ্যেই কয়েকজন প্রসূতির শরীরে কোরোনা সংক্রমণ ও দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে বাড়়তি চাপ কলকাতা থেকে জেলার প্রতিটি হাসপাতালে ৷ যে কোনও মুহূর্তে সংক্রমণের ভয় ৷ কিন্তু তা সত্ত্বেও পিছিয়ে যাননি ৷ বরং এখন অসুস্থ রোগীদের সুস্থ করে তোলায় সুচিত্রার জীবনের মূলমন্ত্র । যদিও 2008 সাল থেকে মানুষের সেবায় নিজেকে মগ্ন রেখেছেন তিনি ।

কাজ, সংসার দুটোই একসঙ্গে দই হাতে ভালই সামলাচ্ছিলেন সুচিত্রা ৷ কিন্তু অন্ধকার কখনও বলে কয়ে আসে না ৷ 2014 সালে সুচিত্রার স্বামী রণজিতের ফুসফুসের ক্যানসারে ধরা পড়ে । এরপর থেকে পুরোপুরি বাড়িতেই থাকেন তিনি । বর্তমানে কলকাতা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । নিয়মিত কেমোথেরাপি নিতে হয় তাঁকে । যদিও লকডাউনে জেরে বর্তমানে বন্ধ রয়েছে থেরাপি । দিনের বেশিরভাগ সময়টাই বাবার সেবাই কাটে সুচিত্রা ও রণজিতের দশ বছরের মেয়ে মুন্নির ।

"আমি নারী আমিও পারি"

স্বল্প বেতনে এরপরেও নির্দিষ্ট সময়ে হাসপাতাল পৌঁছে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য খামতি রাখেন না সুচিত্রা । তিনি বলেন, "নিজের কর্মে অবিচল থাকাটাই নার্স হিসেবে ছিল প্রথম শপথ । বাড়িতে নানান অসুবিধা থাকলেও নিজের কর্তব্য থেকে এক পাও সরে দাঁড়াতে পারব না । আমার জীবনে যতই সমস্যা থাকুক নার্সের কর্তব্য আমাকে পালন করতেই হবে ।" সেই সঙ্গে তিনি বলেন, "রণজিতের ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর থেকে ও কাজ করতে পারে না ৷ তাই আয়ও নেই । অন্তত রণজিৎ, মুন্নির জন্য আমাকে কাজ চালিয়ে যেতে হবে । আমি যদি কাজ না করি তাহলে সংসারটা ভেসে যাবে ৷ জীবনে দুঃখ-কষ্ট অনেক থাকবে ৷ কিন্তু আমি একটাই মন্ত্রে বিশ্বাসী ৷ "আমি নারী আমি সব পারি ।"

nurse
কর্তব্যে অবিচল সুচিতা

এবিষয়ে রণজিৎবাবু বলেন, আমি আজ কয়েকমাস ধরে বাড়িতে ৷ কাজ করতে পারি না ৷ এই পরিস্থিতিতে সংসারের দায়ভার পুরোটাই বহন করছে সুচিত্রা ৷ জীবনে ওঁর মত স্ত্রী পেয়েছি এটাই আমার সৌভাগ্য ৷ ওঁ আমার গর্ব ৷" তিনি আরও বলেন, "এই পরিস্থিতিতে যখন সারা দেশ কোরোনা ভাইরাসের প্রকোপে ভীত,সন্ত্রস্ত ৷ তখন ও নিজের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে চলেছে ৷ আমি সত্যিই সুচিত্রাকে নিয়ে গর্বিত ৷"

Last Updated : May 13, 2020, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.