ETV Bharat / state

রায়গঞ্জে যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আটক স্বামী - raiganj murder

যুবতির বাবার বাড়ির লোকেদের অভিযোগ, টাকা চেয়ে তাদের মেয়ের উপর চাপ দেওয়া হত ৷ করা হত মারধরও ৷ এদিনও তাকে মারধর করা হয় ৷ আর তাতেই মৃত্যুর হয় ৷

শ্বাসরোধ করে খুন
শ্বাসরোধ করে খুন
author img

By

Published : Jul 18, 2020, 4:26 PM IST

রায়গঞ্জ, 18 জুলাই : গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । করনদিঘি থানার পুটিমারি গ্রামের ঘটনা । মৃত যুবতির নাম বিজলী সিংহ(19) । করনদিঘি থানায় ওই যুবতির স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ৷

পরিবারের তরফে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা প্রমথ সিংহের সঙ্গে চার মাস আগে বিজলীর বিয়ে হয় ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই প্রমথ সিংহ বিজলীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ৷ বাপের বাড়ি থেকে টাকা আনতে জোর করত বিজলীকে ৷ টাকা আনতে অস্বীকার করলে বিজলীকে মারধর করত প্রমথ । ওই যুবতির মায়ের অভিযোগ, টাকা না পাঠালে ফোনে বিজলীকে খুন করার হুমকিও দিত সে৷ প্রমথ যে বিজলীকে মারধর করত সেই বিষয়টি মা-দিদিকে আগে থেকেই জানিয়েছিল বিজলী ৷

বিজলীর দিদি জানিয়েছে, "আজ সকালে টাকার জন্য ফের প্রমথের সঙ্গে বিজলীর ঝগড়া বাধে ৷ তখনই প্রমথ বিজলীকে মারধর করতে শুরু করে ৷ বিজলী আমাকে ফোন করে মারধরের কথা জানতে গেলে ফোনটি কেটে দেয় প্রমথ । তার কিছুক্ষণ পরেই প্রমথ ফোন করা জানায় বিজলীর মৃত্যু হয়েছে ৷" ওই খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছায় বিজলীর মা ও দিদি । সেখানে পৌঁছে ঝুলন্ত অবস্থায় বিজলীর দেহ উদ্ধার করেন তারা ৷ এরপরই খবর দেওয়া হয় করনদিঘী থানায় । বিজলী মা শোভারানি সিংহের অভিযোগ, "প্রমথ বিজলীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে । আমরা ওর উপযুক্ত শান্তি চাই ।" মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 18 জুলাই : গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । করনদিঘি থানার পুটিমারি গ্রামের ঘটনা । মৃত যুবতির নাম বিজলী সিংহ(19) । করনদিঘি থানায় ওই যুবতির স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার ৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ৷

পরিবারের তরফে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা প্রমথ সিংহের সঙ্গে চার মাস আগে বিজলীর বিয়ে হয় ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই প্রমথ সিংহ বিজলীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ৷ বাপের বাড়ি থেকে টাকা আনতে জোর করত বিজলীকে ৷ টাকা আনতে অস্বীকার করলে বিজলীকে মারধর করত প্রমথ । ওই যুবতির মায়ের অভিযোগ, টাকা না পাঠালে ফোনে বিজলীকে খুন করার হুমকিও দিত সে৷ প্রমথ যে বিজলীকে মারধর করত সেই বিষয়টি মা-দিদিকে আগে থেকেই জানিয়েছিল বিজলী ৷

বিজলীর দিদি জানিয়েছে, "আজ সকালে টাকার জন্য ফের প্রমথের সঙ্গে বিজলীর ঝগড়া বাধে ৷ তখনই প্রমথ বিজলীকে মারধর করতে শুরু করে ৷ বিজলী আমাকে ফোন করে মারধরের কথা জানতে গেলে ফোনটি কেটে দেয় প্রমথ । তার কিছুক্ষণ পরেই প্রমথ ফোন করা জানায় বিজলীর মৃত্যু হয়েছে ৷" ওই খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছায় বিজলীর মা ও দিদি । সেখানে পৌঁছে ঝুলন্ত অবস্থায় বিজলীর দেহ উদ্ধার করেন তারা ৷ এরপরই খবর দেওয়া হয় করনদিঘী থানায় । বিজলী মা শোভারানি সিংহের অভিযোগ, "প্রমথ বিজলীকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে । আমরা ওর উপযুক্ত শান্তি চাই ।" মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.