রায়গঞ্জ, 16 জুলাই : রায়গঞ্জে কুলিক নদীর বাঁধ মেরামতি না হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা । বৃষ্টির জলে বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দিলেও মেরামতির কোনও উদ্যোগ নেয়নি সেচ বিভাগ । বৃষ্টির জলে বাঁধের বিভিন্ন জায়গা ফেটে গিয়েছে । খুব শীঘ্রই সেগুলি মেরামতির আশ্বাস দিয়েছেন সেচ বিভাগের আধিকারিক ।
রায়গঞ্জ শহরে পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী । রায়গঞ্জ শহরকে বাঁচাতে বাঁধ দেওয়া হয়েছিল । দীর্ঘদিন বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতিবছরই এই বাঁধ ভেঙে শহরে জল ঢুকে পড়ে । এবারে খুব বেশি বৃষ্টি না হলেও রায়গঞ্জ শহরের শক্তিনগর থেকে আব্দুলঘাটা এলাকার বিভন্ন জায়গায় বাঁধের মাটি সরে গিয়েছে । বহু জায়গায় বাঁধের ফাটল তৈরি হয়েছে । কুলিক নদীতে জলস্ফীতি দেখা দিলে সেই বাঁধ ভেঙে নদীর জল শহরে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে ৷
কমলাবাড়ি পঞ্চায়েত সদস্য অমল মণ্ডল বলেন, " দীর্ঘদিন কুলিক নদীর বাঁধের মেরামতি হয়নি । বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে । ভারী বৃষ্টি হলে এই ফাটল আরও বড় হয়ে নদীর জল এলাকার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে । পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সেচ বিভাগের আধিকারিকদের নজরে আনব ।"
আরও পড়ুন : বিনয়ের পদত্যাগে মোর্চা এবার অনিতপন্থী, কার্যকরী সভাপতি হলেন অনিত থাপা
উত্তর দিনাজপুর জেলা সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস পাত্র বলেন," বৃষ্টির জলে কুলিক নদীর বাঁধের মাটি সরে গেছে । দ্রুত সেই জায়গা গুলোতে মেরামতি করা হবে ৷ " সেচ বিভাগের আশ্বাসে ভরসা করে দিন কাটাচ্ছেন রায়গঞ্জের মানুষ । তবে বাঁধ মেরামতি না হলে এবারও কুলিক নদীর জলে বানভাসি হবে রায়গঞ্জ ।