ETV Bharat / state

দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও মিলল না টিকার কুপন, বিক্ষোভ চোপড়ায় - কোবিড 19

টিকার কুপন না মেলায় ক্ষোভে ফেটে পড়েন চোপড়া ব্লকের বাসিন্দারা । বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টিকাকরণ প্রক্রিয়া ৷ পুলিশি তৎপরতায় ফের শুরু হয় টিকাকরণ ৷

Even after standing in line for a long time, the ticker coupons did not match, the protest was in Chopra block
Even after standing in line for a long time, the ticker coupons did not match, the protest was in Chopra block
author img

By

Published : May 28, 2021, 3:23 PM IST

রায়গঞ্জ , 28 মে : ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না টিকার কুপন ৷ তাই ক্ষোভ ফেটে পড়লেন চোপড়া ব্লকের বাসিন্দারা । ঘটনাটি দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ৷

সেখানে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টিকাকরণ প্রক্রিয়া ৷ স্থানীয়দের অভিযোগ, চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতি ও উদাসীনতাই গোটা ঘটনার জন্য দায়ী ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের শুরু হয় টিকাকরণ প্রক্রিয়া ৷

updated news of corona virus
টিকার কুপন না মেলায় চোপড়া ব্লকে বিক্ষোভ

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত এক স্বাস্থ্য়কর্মী ৷ তিনি বলেন, "কেউ রাত থেকে দাঁড়াতে পারেন, কেউ দিন থেকে ৷ কিন্তু একজন ছেলে ও একজন মেয়ে করে মোট 250 জনকেই প্রত্যেকদিন টিকা দেওয়া হবে ৷ "

টিকার কুপন না মেলায় ক্ষোভে ফেটে পড়েন চোপড়া ব্লকের বাসিন্দারা

আরও পড়ুন : আজ পূর্ব মেদিনীপুরে মমতা, বৈঠক জেলা প্রশাসনের

তিনি আরও বলেন, "যেহেতু ভ্যাকসিন খুব সীমিত, তাই আগে যাঁরা এসেছেন, তাঁরা আগে ভ্যাকসিন পেয়েছেন ৷ কিন্তু যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁরা না পেয়ে সমস্যা করছেন ৷ প্রতিদিন 250 থেকে 300 করে আমরা ভ্যাকসিন দিচ্ছি ৷"

এক স্থানীয় বাসিন্দা জানান, সরকারি নিয়ম মেনে 300টি কুপন রোজ ইস্যু হয় ৷ যাঁরা কুপন পান না, তাঁরা বলতে থাকেন আমি দূরদূরান্ত থেকে এসেছি কেন পাব না ? এই নিয়েই সমস্যা ৷

রায়গঞ্জ , 28 মে : ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না টিকার কুপন ৷ তাই ক্ষোভ ফেটে পড়লেন চোপড়া ব্লকের বাসিন্দারা । ঘটনাটি দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ৷

সেখানে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টিকাকরণ প্রক্রিয়া ৷ স্থানীয়দের অভিযোগ, চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতি ও উদাসীনতাই গোটা ঘটনার জন্য দায়ী ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের শুরু হয় টিকাকরণ প্রক্রিয়া ৷

updated news of corona virus
টিকার কুপন না মেলায় চোপড়া ব্লকে বিক্ষোভ

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত এক স্বাস্থ্য়কর্মী ৷ তিনি বলেন, "কেউ রাত থেকে দাঁড়াতে পারেন, কেউ দিন থেকে ৷ কিন্তু একজন ছেলে ও একজন মেয়ে করে মোট 250 জনকেই প্রত্যেকদিন টিকা দেওয়া হবে ৷ "

টিকার কুপন না মেলায় ক্ষোভে ফেটে পড়েন চোপড়া ব্লকের বাসিন্দারা

আরও পড়ুন : আজ পূর্ব মেদিনীপুরে মমতা, বৈঠক জেলা প্রশাসনের

তিনি আরও বলেন, "যেহেতু ভ্যাকসিন খুব সীমিত, তাই আগে যাঁরা এসেছেন, তাঁরা আগে ভ্যাকসিন পেয়েছেন ৷ কিন্তু যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁরা না পেয়ে সমস্যা করছেন ৷ প্রতিদিন 250 থেকে 300 করে আমরা ভ্যাকসিন দিচ্ছি ৷"

এক স্থানীয় বাসিন্দা জানান, সরকারি নিয়ম মেনে 300টি কুপন রোজ ইস্যু হয় ৷ যাঁরা কুপন পান না, তাঁরা বলতে থাকেন আমি দূরদূরান্ত থেকে এসেছি কেন পাব না ? এই নিয়েই সমস্যা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.