রায়গঞ্জ, 22 অক্টোবর : কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় সপরিবারে মা দুর্গার একটি ছবি ভাইরাল হয়। যেখানে মা দুর্গাকে দেখা যাচ্ছে চিকিৎসক রূপে। তিনি কোরোনারূপী অসুরকে বধ করছেন ইঞ্জেকশন দিয়ে ৷ মা লক্ষ্মী নার্সের রূপে ও গণেশ পুলিশের ভূমিকায় ৷ সরস্বতী রয়েছেন সাংবাদিকের ভূমিকায় ৷ আর কার্তিক সাফাইকর্মী রূপে । দেবী দুর্গার পুরো পরিবার রয়েছে হাসপাতালের আদলে তৈরি মণ্ডপে ৷ এই পুজো মণ্ডপের দেখা মিলেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৷ কোরোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের সম্মানিত করতেই এমন মণ্ডপ তৈরি করেছে ইসলামপুরের আদর্শ সংঘ ৷ এই পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
স্বল্প বাজেটের কোরোনা সচেতনতামূলক প্রচারের মাধ্যম হিসেবে আদর্শ সংঘের দুর্গোৎসব নজর কেড়েছে জেলাবাসীর । পুজো মণ্ডপ জুড়ে রয়েছে সবুজায়নের বার্তাও । বিগত সাত মাস ধরে কোরোনা সংক্রমণ ও মোকাবিলায় শহরের হাসপাতালের চিত্রটাই ফুটে উঠেছে এই মণ্ডপে । যেখানে দেখা যাচ্ছে, নিরলস পরিশ্রম করে চিকিৎসক, নার্স, সাফাইকর্মীরা কোরোনা মোকাবিলায় পরিষেবা দিয়ে চলেছেন । ইসলামপুর মহকুমা হাসপাতালের আদলে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ৷ সেখানে দেবী দুর্গাকে দেখানো হয়েছে একজন চিকিৎসক হিসেবে ৷ তিনি ইঞ্জেকশন দিয়ে কোরোনারূপী অসুরকে বধ করছেন । তাঁর হাতে রয়েছে স্যালাইন, মাস্ক, স্যানিটাইজ়ারের মতো কোরোনা মোকাবিলার বিভিন্ন জিনিস ৷ রোগীর সেবায় নিয়োজিত দেবী লক্ষ্মী । সাফাইকর্মী হিসেবে যাঁরা নিরলস পরিষেবা দিয়ে চলেছেন, দেব কার্তিক সেই সাফাইকর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে গণেশকে ৷ এই পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরন্তর খবর সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম । বিদ্যার দেবী সরস্বতী এই সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইসলামপুর শহরের আদর্শ সংঘের পুজো মণ্ডপে ।
আদর্শ সংঘের পুজো কমিটির অন্যতম কর্মকর্তা রাজ সাহানি বলেন, "প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই । আর্থিক অনুদানের পাশাপাশি পুজো উদ্বোধন করার জন্য ধন্যবাদ জানাই তাঁকে ৷ কোরোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের পুজোর সমস্তরকম নিয়মবিধি মেনে চলেই এই পুজো পরিচালিত হচ্ছে । স্যানিটাইজ়িং টানেলের মধ্য দিয়ে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করানোর পাশাপাশি থার্মাল গানের মাধ্যমে স্ক্রিনিং করানো হচ্ছে । প্রত্যেক দর্শনার্থীর জন্য মাস্কের ব্যবস্থা করা হয়েছে ।"