ETV Bharat / state

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে কাকা খুন - খুন

বাড়ির জমি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে কাকা খুন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর হাটবাজার এলাকার । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

বাড়ির জমি নিয়ে ঝগড়া নিয়ে ভাইপো খুন করল কাকাকে
বাড়ির জমি নিয়ে ঝগড়া নিয়ে ভাইপো খুন করল কাকাকে
author img

By

Published : Jul 5, 2021, 3:16 PM IST

রায়গঞ্জ, ৫ জুলাই : উত্তর দিনাজপুর জেলার সোনাপুর হাটবাজার এলাকায় বাড়ির জমি নিয়ে ঝগড়ার জেরে কাকাকে খুন করল ভাইপো । চোপড়া থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দু‘জনকে গ্রেফতার করেছে ।

চোপড়া থানার সোনাপুর হাটবাজারে সিং পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিবাদ চলছিল । রবিবার রাতে মেজো ভাই-এর ছেলে মিঠু সিং মদ্যপ অবস্থায় কাকা সুনিল সিংকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

পরিবারের লোকেরা অভিযুক্ত মিঠু সিংকে আটকে রাখে । চোপড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ।

বাড়ির জমি নিয়ে বিবাদে ভাইপোর হাতে খুন কাকা

আরও পড়ুন...বাবাকে পিটিয়ে খুন, গ্রেফতার কীর্তিমান ছেলে

পরিবারের অভিযোগ, কাকাকে খুন করার সহযোগিতা করেছেন মিঠুর স্ত্রী পূজা সিংও । কাকাকে খুনের অভিযোগে পুলিশ মিঠু সিং ও তার স্ত্রী পূজা সিংকে গ্রেফতার করেছে । পুলিশ ঘর থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, ৫ জুলাই : উত্তর দিনাজপুর জেলার সোনাপুর হাটবাজার এলাকায় বাড়ির জমি নিয়ে ঝগড়ার জেরে কাকাকে খুন করল ভাইপো । চোপড়া থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দু‘জনকে গ্রেফতার করেছে ।

চোপড়া থানার সোনাপুর হাটবাজারে সিং পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিবাদ চলছিল । রবিবার রাতে মেজো ভাই-এর ছেলে মিঠু সিং মদ্যপ অবস্থায় কাকা সুনিল সিংকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

পরিবারের লোকেরা অভিযুক্ত মিঠু সিংকে আটকে রাখে । চোপড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ।

বাড়ির জমি নিয়ে বিবাদে ভাইপোর হাতে খুন কাকা

আরও পড়ুন...বাবাকে পিটিয়ে খুন, গ্রেফতার কীর্তিমান ছেলে

পরিবারের অভিযোগ, কাকাকে খুন করার সহযোগিতা করেছেন মিঠুর স্ত্রী পূজা সিংও । কাকাকে খুনের অভিযোগে পুলিশ মিঠু সিং ও তার স্ত্রী পূজা সিংকে গ্রেফতার করেছে । পুলিশ ঘর থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.