রায়গঞ্জ, 22 জুন : পুষ্পবৃষ্টি করে নার্সকে সম্মান জানাল রায়গঞ্জ শহর তৃণমূল ও স্থানীয়রা । আড়াই বছরের শিশুকে বাড়িতে রেখে COVID-19 হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সুমিত্রা সরকার । তাই এই সম্মান বলে জানানো হয়।
রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা সুমিত্রা । বর্তমানে রায়গঞ্জ মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। রায়গঞ্জ কোরোনা হাসপাতালে তিনি ডিউটি করেন । বাড়িতে তাঁর আড়াই বছরের শিশু রয়েছে । কিন্তু কর্তব্য থেকে সরে আসেননি সুমিত্রা । বাচ্চাকে বাড়িতে রেখে 20দিন COVID-19 হাসপাতালে পরিষেবা দেন তিনি । গতকাল সকাল 9টায় বাড়ি ফেরেন । বাড়িতে ঢোকার সময় এলাকার বাসিন্দারা গোলাপের পাপড়ি ছিটিয়ে তাঁকে সন্মান জানান । এই সম্মান কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেবে বলে জানালেন সুমিত্রা । তবে এইভাবে তিনি সম্মানিত হবেন তা আশা করেননি ।
যুবকদের মধ্যে প্রসেনজিৎ সাহা এই বিষয়ে বলেন, “ সবকিছু ভুলে নিজের দায়িত্ব পালন করছেন তিনি । কোরোনা হাসপাতালে রোগীদের সেবা করেছেন । আমরা জানতে পারি তিনি বাড়ি ফিরছেন । তাঁকে সম্মান জানাতেই এই পুষ্পবৃষ্টি । এবং চকোলেটের প্যাকেট আমরা তাঁকে উপহার দিয়েছি । তাঁর কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করাও আমাদের উদ্দেশ্য।
সুমিত্রা বলেন, “এইভাবে পুষ্পবৃষ্টি করে সম্মান জানানো হবে ভাবিনি । আমি কখনওই এই ধরনের কিছু আশা করিনি । তবে এইভাবে আমার কাজের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি সত্যি খুব ভালো লাগছে ।”