রায়গঞ্জ, 11 এপ্রিল : গ্রামগঞ্জের মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের কাজ। সেই কাজের পরও কোরোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক গান গেয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আশাকর্মীরা। পাশাপাশি সরকারি আবাসনগুলিতে গিয়েও সচেতন করছেন বাসিন্দাদের ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। তাই কার্যত গৃহবন্দী মানুষ । বারবার প্রশাসনের তরফে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে । এবার সেই সচেতনতার বার্তা প্রচারে এগিয়ে এলেন স্থানীয় আশাকর্মীরা । তবে শুধু গ্রাম বা স্থানীয় এলাকা নয়, পাশে থাকা সরকারি আবাসনগুলিতে গিয়ে গান গেয়ে মানুষকে বিনোদনের মাধ্যমে সচেতন করছেন তাঁরা । এক আশাকর্মী বলেন, "গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে প্রতিটি বাড়িতে কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করার কাজ করছি। এর পাশাপাশি কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকারি আবাসনের মানুষজনকে কোরোনা নিয়ে সচেতন করছি । আর এই গান শুনে আবাসিকরা কিছুক্ষণের জন্য হলেও তাঁদের একঘেয়েমি কাটাচ্ছেন।"
এবিষয় তৃণমূল কংগ্রেস পরিচালিত 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস বলেন, "এইসব আবাসনে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিকরা তাঁদের পরিবার নিয়ে থাকেন। আধিকারিকরা কাজের জন্য বাইরে থাকলেও তাঁদের পরিবারের লোকেরা লকডাউনের জেরে আবাসনের মধ্যেই একপ্রকার বন্দী হয়ে আছেন। আবাসনের বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি বিনোদনের জন্যও পঞ্চায়েতের আশাকর্মীরা আবাসন চত্বরে এসে কোরোনা সচেতনতার গান শোনাচ্ছেন। ভালো সাড়াও মিলেছে । লোকজন বারান্দায়-ব্যালকনিতে এসে দাঁড়িয়ে করতালির মাধ্যমে আশাকর্মীদের গান উপভোগ করছেন ।"