কালিয়াগঞ্জ, 25 নভেম্বর : স্ত্রীর ভোটদানের সময় পাশে দাঁড়িয়ে ছিলেন কালিয়াগঞ্জের BJP প্রার্থী কমলচন্দ্র সরকার ৷ এই নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল BJP প্রার্থীর বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে ওই বুথের প্রিজ়াইডিং অফিসার শিশিররঞ্জন শিকারিকে সরিয়ে দেয় কমিশন ৷ কমলচন্দ্র সরকারকে শোকজ় করেছেন জেলা নির্বাচনী আধিকারিক ৷
আজ সকালে বালাস এফ পি স্কুলের 86 নম্বর বুথে স্ত্রীকে নিয়ে ভোট দিতে যান কমলচন্দ্র সরকার ৷ প্রথমে তিনি ভোট দেন ৷ এরপর তাঁর স্ত্রী ভোট দিতে যান ৷ সেইসময় পাশে দাঁড়িয়েছিলেন BJP প্রার্থী ৷ এই নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে ৷ স্ত্রীকে ভোটদানে সাহায্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷
এই প্রসঙ্গে BJP প্রার্থী বলেন, "আমি আগাগোড়া স্ত্রীকে নিয়ে চলি ৷ আমার স্ত্রী আমাকে তাঁর পাশে থাকতে বলেন ৷ আমার ভোট দেওয়ার সময় আমার স্ত্রী পাশে থাকেন ৷ আমার স্ত্রী যখন ভোট দেন তখন আমি তাঁর পাশে ছিলাম ৷ কিন্তু আমারা নিজেদের ভোট নিজেরাই দিই ৷ এভাবে চিরকাল চলি প্রতিটা ভোটে ৷ ভবিষ্যতেও এভাবে আমরা ভোট দেব ৷ যদি প্রিজ়াইডিং অফিসাররা এভাবে ভোট দেওয়া যাবে না বলে তবে আলাদা থাকতে হবে ৷ কিন্তু প্রিজ়াইডিং অফিসার বলেন, আমাদের দু'জনকে একসঙ্গে ভোট দিতে দেখে খুব ভালো লাগছে ৷ "
এই ভিডিয়ো প্রকাশ পেতেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে বাম সহ তৃণমূল ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করে কমিশন ৷