ETV Bharat / state

Civic Volunteer Death: বোমের আঘাতে উড়ল মুখের একাংশ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের - তৃণমূলের গোষ্ঠী কোন্দল

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের ৷ বছর 30-এর এক সিভিক ভলান্টিয়ারের বোমের আঘাতে মৃত্যু হল দক্ষিণ মাটিকুণ্ডায় (Civic Volunteer Death) ৷

Civic Volunteer Death
তৃণমূলের গোষ্ঠী কোন্দল
author img

By

Published : Mar 9, 2023, 11:11 AM IST

Updated : Mar 9, 2023, 11:57 AM IST

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

রায়গঞ্জ, 9 মার্চ: রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে শাসকদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ৷ চলল বোমা-গুলি । ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer dies due to Trinamool factionalism) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডায় । মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সাকিব আখতার । বয়স 30 বছর । বাড়ি ওই এলাকাতেই বলে জানা গিয়েছে ।

পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যো থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই এলাকা উত্তপ্ত ছিল । এর ফলে সেখানে পুলিশও মোতায়েন করে রাখা হয়েছিল । মৃত সিভিক ভলান্টিয়ার কাজ সেরে বাড়িতে গিয়ে রাতের খাবার খেতে বসেছিলেন । সেই সময় তাঁর বাড়িতে বোম এবং গুলি চালানো হয় । আওয়াজ শুনে ছাদে গিয়ে বাইরে উকি দিতেই মাথায় বোমা অথবা গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বোমা না গুলি লেগে মৃত্যু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷

পরিবারের সদস্যদের অভিযোগ, মাটিকুণ্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্য গ্রাম থেকে লোকজন নিয়ে এসে ওই বাড়িতে হামলা চালায় । বিক্ষুব্ধ জনতা প্রধানের বাড়ি-সহ তাঁর সমর্থনে থাকা ওই এলাকার বেশকিছু লোকজনের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে । ঘটনার পর প্রধান-সহ ওই সব পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলে খবর । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দু'দিনের মধ্যে মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ গ্রহণ না-করলে তিনি নিজের পদ এবং দল থেকে পদত্যাগ করবেন । এছাড়া বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে তিনি ইসলামপুর থানা ঘেরাও করবেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: দলীয় কার্যালয়েই সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী ! জখম পঞ্চায়েত প্রধানের স্বামী

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

রায়গঞ্জ, 9 মার্চ: রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে শাসকদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ৷ চলল বোমা-গুলি । ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer dies due to Trinamool factionalism) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডায় । মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সাকিব আখতার । বয়স 30 বছর । বাড়ি ওই এলাকাতেই বলে জানা গিয়েছে ।

পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যো থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই এলাকা উত্তপ্ত ছিল । এর ফলে সেখানে পুলিশও মোতায়েন করে রাখা হয়েছিল । মৃত সিভিক ভলান্টিয়ার কাজ সেরে বাড়িতে গিয়ে রাতের খাবার খেতে বসেছিলেন । সেই সময় তাঁর বাড়িতে বোম এবং গুলি চালানো হয় । আওয়াজ শুনে ছাদে গিয়ে বাইরে উকি দিতেই মাথায় বোমা অথবা গুলির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বোমা না গুলি লেগে মৃত্যু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷

পরিবারের সদস্যদের অভিযোগ, মাটিকুণ্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্য গ্রাম থেকে লোকজন নিয়ে এসে ওই বাড়িতে হামলা চালায় । বিক্ষুব্ধ জনতা প্রধানের বাড়ি-সহ তাঁর সমর্থনে থাকা ওই এলাকার বেশকিছু লোকজনের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে । ঘটনার পর প্রধান-সহ ওই সব পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলে খবর । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দু'দিনের মধ্যে মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ গ্রহণ না-করলে তিনি নিজের পদ এবং দল থেকে পদত্যাগ করবেন । এছাড়া বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে তিনি ইসলামপুর থানা ঘেরাও করবেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: দলীয় কার্যালয়েই সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী ! জখম পঞ্চায়েত প্রধানের স্বামী

Last Updated : Mar 9, 2023, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.