রায়গঞ্জ, 21 অক্টোবর : রায়গঞ্জ পুরসভার 8 ও 9নং ওয়ার্ডের গরীব ও দুস্থ মহিলাদের পুজোয় নতুন শাড়ি উপহার দিলেন চেয়ারম্য়ান ইন কাউন্সিল বরুণ বন্দ্য়োপাধ্যায় ৷ কোরোনা ও লকডাউনের জেরে ওই ওয়ার্ড দু’টির বস্তির বাসিন্দাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ৷ যার জেরে নতুন জামা কাপড় দূর, দু’বেলা ভাত জোটানোই দুষ্কর হয়ে পড়েছে তাঁদের পক্ষে ৷ তাই সেইসব এলাকার গরীব মহিলাদের নতুন শাড়ি ও জামা কাপড় বিতরণ করলেন বিদায়ী কাউন্সিলর ৷
মার্চ মাস থেকে কোরোনা মহামারির জেরে লকডাউন এবং যার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ এই পরিস্থিতিতে ওই দুই ওয়ার্ডে দিনমজুরী করা লোকজনের অবস্থা আরো শোচনীয় ৷ ফলে এ বছর পুজোর সময় তাঁদের নতুন জামাকাপড় কেনার পরিস্থিতি নেই ৷ তাই রায়গঞ্জ পুরসভার বরুণ বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্য়োগে দুই ওয়ার্ডের প্রায় হাজার জন মহিলাকে নতুন শাড়ি ও জামাকাপড় উপহার দেওয়া হল ৷ মূলত রমেন্দ্রপল্লি ও শক্তিনগরের বস্তি এলাকার দুস্থ মহিলাদের পুজোর উপহার দেওয়া হয় ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্য়ান সন্দীপ বিশ্বাস এবং 9নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মমতা বন্দ্য়োপাধ্যায় ৷
পুজোয় নতুন শাড়ি পেয়ে ভীষণ খুশি ওই দুই ওয়ার্ডের মহিলারা ৷ কোরোনা এবং অতিবৃষ্টির কারণে তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ তাই পুরসভার এই উদ্য়োগকে তাঁরা স্বাগত জানান ৷ এ নিয়ে মূল উদ্য়োক্তা বরুণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন , নিজেরা কম দামের জামাকাপড় কিনেছেন ৷ সেই টাকা বাঁচিয়ে এবং তার সঙ্গে আরও কিছু অর্থ সাহায্য় করে গরিব ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে তাঁরা খুশি ৷