ETV Bharat / state

বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস - বিজেপি করার শাস্তি

চোপড়া থানার বাক্সাবাড়ি এলাকার বাসিন্দা রহিমুদ্দিন । এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত তিনি ৷

tmc allegedly beating up BJP workers in chopra
tmc allegedly beating up BJP workers in chopra
author img

By

Published : Jun 5, 2021, 10:51 AM IST

Updated : Jun 5, 2021, 12:04 PM IST

রায়গঞ্জ, 5 জুন : বিজেপি করার শাস্তি ৷ লাইন দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর, কানধরে ওঠবোস কিছুই বাদ গেল না ৷ অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিয়ো ৷ উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় ৷

চোপড়া থানার বাক্সাবাড়ি এলাকার বাসিন্দা রহিমুদ্দিন । এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত তিনি ৷ অভিযোগ, বিজেপি করার কারণে রহিমুদ্দিনকে কান ধরে ওঠবোস করানোর হুমকি দেয় ৷ এমনকি তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় ৷ তবে প্রাণে বেঁচে যান । দশ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা লিখে দিতে হয়েছে যে তিনি আর বিজেপি করবেন না । ঘটনার সেখানেই শেষ নয় । এরপর তাঁকে গাছে বেঁধে বাঁশ, গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানো হয়েছে । রহিমুদ্দিনের পাশাপাশি আরও কিছুজনকে বেঁধে মারধর করা হয় ৷

বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

আরও পড়ুন : পঞ্চায়েতের কুপন নকল করে টিকা নিল 10 জন, থানায় অভিযোগ

যদিও এলাকার তৃণমূল নেতা তথা উপ-প্রধানের প্রতিনিধি মহম্মদ হানিফ বলেন, "মাঠ থেকে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা । পরে তা মিটমাট হয়েও যায় । কিন্তু বিজেপি কর্মী বলে মারধর করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা । কারণ রহিমুদ্দিন তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে । এটি বিজেপির চক্রান্ত । তৃণমূলের লোককে জোর করে বিজেপি বানানোর প্রচেষ্টা চলছে ।"

অন্যদিকে বিজেপি জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা । যেভাবে ওই যুবককে গাছে বেঁধে মারধর করা হল তাতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ওই বিজেপি কর্মীকে বারবার অভিযোগ তুলে নিতে বলা হচ্ছে ।"

রায়গঞ্জ, 5 জুন : বিজেপি করার শাস্তি ৷ লাইন দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর, কানধরে ওঠবোস কিছুই বাদ গেল না ৷ অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিয়ো ৷ উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় ৷

চোপড়া থানার বাক্সাবাড়ি এলাকার বাসিন্দা রহিমুদ্দিন । এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত তিনি ৷ অভিযোগ, বিজেপি করার কারণে রহিমুদ্দিনকে কান ধরে ওঠবোস করানোর হুমকি দেয় ৷ এমনকি তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় ৷ তবে প্রাণে বেঁচে যান । দশ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা লিখে দিতে হয়েছে যে তিনি আর বিজেপি করবেন না । ঘটনার সেখানেই শেষ নয় । এরপর তাঁকে গাছে বেঁধে বাঁশ, গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানো হয়েছে । রহিমুদ্দিনের পাশাপাশি আরও কিছুজনকে বেঁধে মারধর করা হয় ৷

বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

আরও পড়ুন : পঞ্চায়েতের কুপন নকল করে টিকা নিল 10 জন, থানায় অভিযোগ

যদিও এলাকার তৃণমূল নেতা তথা উপ-প্রধানের প্রতিনিধি মহম্মদ হানিফ বলেন, "মাঠ থেকে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা । পরে তা মিটমাট হয়েও যায় । কিন্তু বিজেপি কর্মী বলে মারধর করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা । কারণ রহিমুদ্দিন তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে । এটি বিজেপির চক্রান্ত । তৃণমূলের লোককে জোর করে বিজেপি বানানোর প্রচেষ্টা চলছে ।"

অন্যদিকে বিজেপি জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা । যেভাবে ওই যুবককে গাছে বেঁধে মারধর করা হল তাতে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ওই বিজেপি কর্মীকে বারবার অভিযোগ তুলে নিতে বলা হচ্ছে ।"

Last Updated : Jun 5, 2021, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.