ETV Bharat / state

কালিয়াগঞ্জ ও ইসলামপুর পৌরসভায় বিদায়ি চেয়ারম্যানকে প্রশাসক করায় BJP-র বিক্ষোভ - BJP protested against municipality administration post Raiganj

কালিয়াগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 21 মে । BJP-র অভিযোগ , অসাংবিধানিকভাবে রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসনিক রূপে বসানো হয়েছে ৷ তারই প্রতিবাদে কালিয়াগঞ্জ পৌরসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করে উত্তর দিনাজপুর জেলা BJP ৷

BJP protested against the municipality administration post
h
author img

By

Published : May 26, 2020, 6:51 PM IST

রায়গঞ্জ , 26 মে : কালিয়াগঞ্জ ইসলামপুরের পৌরসভার প্রশাসক পদে বিদায়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে বসানো হয়েছে ৷ তা নিয়ে আজ বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP । কালিয়াগঞ্জ পৌরসভার বাইরে অবস্থান ধর্মঘট করে এই বিক্ষোভ দেখায় তারা । অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তোলেন BJP নেতারা ৷

কালিয়াগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 21 মে । BJP-র অভিযোগ , অসাংবিধানিকভাবে রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসনিক রূপে বসানো হল কেন ? এই প্রশ্ন তুলে আজ কালিয়াগঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন উত্তর দিনাজপুর BJP-র সভাপতি বিশ্বজিত লাহিড়ি । মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার সামনে BJP-র শহর মণ্ডল সভাপতি ভবানীচরণ সিংহের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা পার্টি । এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্বজিৎ লাহিড়ি ছাড়াও অন্যান্য নেতারা এই বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছিলেন ।

বিশ্বজিতবাবু বলেন , কীভাবে কালিয়াগঞ্জ , ইসলামপুর পৌরসভায় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে ,তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে । এইভাবে কোনও বিদায়ি পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে বিষয়ে বসিয়ে অনৈতিক কাজ করেছে রাজ্য সরকার ।

রায়গঞ্জ , 26 মে : কালিয়াগঞ্জ ইসলামপুরের পৌরসভার প্রশাসক পদে বিদায়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে বসানো হয়েছে ৷ তা নিয়ে আজ বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP । কালিয়াগঞ্জ পৌরসভার বাইরে অবস্থান ধর্মঘট করে এই বিক্ষোভ দেখায় তারা । অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তোলেন BJP নেতারা ৷

কালিয়াগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 21 মে । BJP-র অভিযোগ , অসাংবিধানিকভাবে রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসনিক রূপে বসানো হল কেন ? এই প্রশ্ন তুলে আজ কালিয়াগঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন উত্তর দিনাজপুর BJP-র সভাপতি বিশ্বজিত লাহিড়ি । মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার সামনে BJP-র শহর মণ্ডল সভাপতি ভবানীচরণ সিংহের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা পার্টি । এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্বজিৎ লাহিড়ি ছাড়াও অন্যান্য নেতারা এই বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছিলেন ।

বিশ্বজিতবাবু বলেন , কীভাবে কালিয়াগঞ্জ , ইসলামপুর পৌরসভায় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে ,তার উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে । এইভাবে কোনও বিদায়ি পৌরসভার চেয়ারম্যানকে প্রশাসক হিসাবে বিষয়ে বসিয়ে অনৈতিক কাজ করেছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.