ETV Bharat / state

বুথে বিরোধীদের এজেন্ট বসলেই 50 লাখ জরিমানা, হুমকি তৃণমূল নেতার - চোপড়ার তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য

রবিবার রাত থেকে চোপড়ার তৃণমূল নেতা মহম্মদ গফুরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ।

controversial video viral
controversial video viral
author img

By

Published : Apr 12, 2021, 10:05 PM IST

রায়গঞ্জ, 12 এপ্রিল : "বুথে বিরোধী পোলিং এজেন্ট বসলেই দিতে হবে 50 লাখ টাকা জরিমানা ৷ তা নাহলে মারব এখানে লাশ পড়বে কাঁঠালবাড়িতে ৷" প্রকাশ্য সভায় এমনই বিতর্কিত মন্তব্য চোপড়ার তৃণমূল এক নেতার । ইতিমধ্যেই ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।

রবিবার রাত থেকে চোপড়ার তৃণমূল নেতা মহম্মদ গফুরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ওই ব্যক্তি আবার 159 নম্বর মের্ধাবস্তি গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, চোপড়া গ্রাম পঞ্চায়েতের নৈশকালীন কর্মিসভায় মহম্মদ গফুর বলছেন, মের্ধাবস্তি বুথে যদি কোনও বিরোধী দলের পোলিং এজেন্ট বসে বা 50টির উপরে ভোট পড়ে তাহলে ওই নির্বাচনের পর 50 লাখ টাকা জরিমানা দিতে হবে । তা নাহলে তাদের মেরে কাঁঠালবাড়িতে ফেলে দেওয়া হবে ।

বিরোধী পোলিং এজেন্ট বসলেই 50 লাখ টাকা জরিমানা !

আরও পড়ুন : "সব জানেন কোথায় কী হচ্ছে", ভোটে রক্তক্ষয় নিয়ে মমতাকে আক্রমণ মোদির

তৃণমূল নেতার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় চোপড়ার রাজনৈতিক মহলে । এভাবে প্রকাশ্য কর্মিসভায় বিরোধীদের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চোপড়ার বুদ্ধিজীবী মহলে । যদিও বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে মনে করছেন শাসক শিবির । চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান বলেন, "বুথে বিজেপি এজেন্টই দিতে পারবে না ৷ তাহলে আর কাকে মারা হবে ?" অন্যদিকে বিজেপি প্রার্থী সাহিন আখতারের অভিযোগ, "এমন মন্তব্য করে তৃণমূল চোপড়া এলাকা অশান্ত করে তোলার চেষ্টা করছে ।"

রায়গঞ্জ, 12 এপ্রিল : "বুথে বিরোধী পোলিং এজেন্ট বসলেই দিতে হবে 50 লাখ টাকা জরিমানা ৷ তা নাহলে মারব এখানে লাশ পড়বে কাঁঠালবাড়িতে ৷" প্রকাশ্য সভায় এমনই বিতর্কিত মন্তব্য চোপড়ার তৃণমূল এক নেতার । ইতিমধ্যেই ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।

রবিবার রাত থেকে চোপড়ার তৃণমূল নেতা মহম্মদ গফুরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ওই ব্যক্তি আবার 159 নম্বর মের্ধাবস্তি গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, চোপড়া গ্রাম পঞ্চায়েতের নৈশকালীন কর্মিসভায় মহম্মদ গফুর বলছেন, মের্ধাবস্তি বুথে যদি কোনও বিরোধী দলের পোলিং এজেন্ট বসে বা 50টির উপরে ভোট পড়ে তাহলে ওই নির্বাচনের পর 50 লাখ টাকা জরিমানা দিতে হবে । তা নাহলে তাদের মেরে কাঁঠালবাড়িতে ফেলে দেওয়া হবে ।

বিরোধী পোলিং এজেন্ট বসলেই 50 লাখ টাকা জরিমানা !

আরও পড়ুন : "সব জানেন কোথায় কী হচ্ছে", ভোটে রক্তক্ষয় নিয়ে মমতাকে আক্রমণ মোদির

তৃণমূল নেতার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় চোপড়ার রাজনৈতিক মহলে । এভাবে প্রকাশ্য কর্মিসভায় বিরোধীদের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চোপড়ার বুদ্ধিজীবী মহলে । যদিও বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে মনে করছেন শাসক শিবির । চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমান বলেন, "বুথে বিজেপি এজেন্টই দিতে পারবে না ৷ তাহলে আর কাকে মারা হবে ?" অন্যদিকে বিজেপি প্রার্থী সাহিন আখতারের অভিযোগ, "এমন মন্তব্য করে তৃণমূল চোপড়া এলাকা অশান্ত করে তোলার চেষ্টা করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.