ETV Bharat / state

ভোট আসে ভোট যায় কিন্তু মারনাই গ্রামে পানীয় জলের সমস্যা থেকেই যায়

জলের সমস্যা দীর্ঘদিনের ৷ বছরভর পানীয় জলের সমস্যায় মারনাই গ্রামের বাসিন্দারা ৷ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি ৷ তাই এবারে চলতি বিধানসভা নির্বাচনে এই বিষয়টিকে ইস্যু হিসেবে তুলে ধরেছে গ্রামবাসী ৷

মারনাই গ্রামে সাধারণ মানুষের জলের সমস্যা
মারনাই গ্রামে সাধারণ মানুষের জলের সমস্যা
author img

By

Published : Apr 15, 2021, 2:18 PM IST

রায়গঞ্জ, 15 এপ্রিল: ভোট আসে ভোট যায় ৷ কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায় ৷ ইটাহার থানার মারনাই গ্রাম ৷ কয়েকশো মানুষ দীর্ঘদিন ভুগছেন জলকষ্টে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি ৷

স্থানীয় বাসিন্দারা জানান, মারনাই অঞ্জলে দীর্ঘদিনের জলের সমস্যা ৷ বিশেষ করে চৈত্র মাসে জলের সমস্যা প্রবল হয়ে ওঠে ৷ সরকারিভাবে কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে ৷ পিএইচই দফতরের নলকূপ থাকলেও তার ঘোলা জল পানের অযোগ্য ৷ স্থানীয়দের সমস্যার কথা জানে রাজনৈতিক দলগুলি ৷ তারপরও তারা ভোটের পর সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা।

পরিস্রুত পানীয় জলের জন্য এই গ্রাম বাসিন্দাদের দূরদূরান্তে ছুটতে হয়। কিন্তু প্রতিদিন তা সম্ভব হয় না। বাধ্য হয়েই তখন দৈনন্দিন প্রয়োজনে নলকূপের জলের উপর নির্ভর করতে হয়। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেদার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট ফুরালেই তাঁদের আর দেখা মেলে না। এবারের চলতি বিধানসভা নির্বাচনে এই বিষয়টিকে ইস্যু হিসেবে তুলে ধরেছে গ্রামবাসী ৷

ভোট আসে ভোট যায় কিন্তু মারনাই গ্রামে পানীয় জলের সমস্যা থেকেই যায়

আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর, স্থগিত সামশেরগঞ্জের ভোটগ্রহণ

নেতা কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত থাকলেও মারনাই গ্রামের বাসিন্দাদের দুর্দশার খোঁজ নেওয়ার সময় নেই বলে অভিযোগ মারনাই গ্রামের সাধারণ মানুষের।

রায়গঞ্জ, 15 এপ্রিল: ভোট আসে ভোট যায় ৷ কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায় ৷ ইটাহার থানার মারনাই গ্রাম ৷ কয়েকশো মানুষ দীর্ঘদিন ভুগছেন জলকষ্টে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি ৷

স্থানীয় বাসিন্দারা জানান, মারনাই অঞ্জলে দীর্ঘদিনের জলের সমস্যা ৷ বিশেষ করে চৈত্র মাসে জলের সমস্যা প্রবল হয়ে ওঠে ৷ সরকারিভাবে কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে ৷ পিএইচই দফতরের নলকূপ থাকলেও তার ঘোলা জল পানের অযোগ্য ৷ স্থানীয়দের সমস্যার কথা জানে রাজনৈতিক দলগুলি ৷ তারপরও তারা ভোটের পর সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ ফলে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা।

পরিস্রুত পানীয় জলের জন্য এই গ্রাম বাসিন্দাদের দূরদূরান্তে ছুটতে হয়। কিন্তু প্রতিদিন তা সম্ভব হয় না। বাধ্য হয়েই তখন দৈনন্দিন প্রয়োজনে নলকূপের জলের উপর নির্ভর করতে হয়। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেদার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট ফুরালেই তাঁদের আর দেখা মেলে না। এবারের চলতি বিধানসভা নির্বাচনে এই বিষয়টিকে ইস্যু হিসেবে তুলে ধরেছে গ্রামবাসী ৷

ভোট আসে ভোট যায় কিন্তু মারনাই গ্রামে পানীয় জলের সমস্যা থেকেই যায়

আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর, স্থগিত সামশেরগঞ্জের ভোটগ্রহণ

নেতা কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত থাকলেও মারনাই গ্রামের বাসিন্দাদের দুর্দশার খোঁজ নেওয়ার সময় নেই বলে অভিযোগ মারনাই গ্রামের সাধারণ মানুষের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.