রায়গঞ্জ, 18 এপ্রিল : রায়গঞ্জ ব্লকের গৌরী এলাকায় ছাপ্পা ভোটের অভিযোগ BJP-র। ঘটনাটি 9 নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। তাদের এক পোলিং এজেন্টকে দক্ষিণ বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। সেখানে ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ ওঠে।
দক্ষিণ বিষ্ণুপুর অবৈতনির প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে BJP। পরে সেখানে সংবাদমাধ্যম পৌঁছালে তাদের দেখতে পেয়ে দুষ্কৃতীরা বেরিয়ে যায়। এরপর CRPF-এক কুইক রেসপন্স টিম ঘটনাস্থানে এসে এলাকার দখল নেয়। আসেন সেক্টর অফিসারও। আপাতত সেখানে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা হয়েছে।