ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক

author img

By

Published : Jul 17, 2020, 1:47 PM IST

Updated : Jul 17, 2020, 2:25 PM IST

বাড়ছে কোরোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক কোরোনায় আক্রান্ত হলেন । জেলায় সংক্রমণের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি।

COVID-19
COVID-19

রায়গঞ্জ, 17 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) । বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর সংস্পর্শে আসা 10 জনকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তাঁদেরও নমুনা পরীক্ষা করা হবে ।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 16 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাদের মধ্যে বেশিরভাগই রায়গঞ্জ এবং ইসলামপুর মহকুমার বাসিন্দা । সব মিলিয়ে এ'পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 500-র কাছে পৌঁছেছে । এখনও পর্যন্ত 495 জন আক্রান্তের সন্ধান মিলেছে জেলায় । তার মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশকর্মীও রয়েছেন ।

কয়েকদিন ধরেই একাধিক উপসর্গ দেখা দেওয়ায় বুধবার অতিরিক্ত জেলাশাসকের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত জেলা সুপারের দেহে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

রায়গঞ্জ, 17 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) । বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর সংস্পর্শে আসা 10 জনকে ইতিমধ্যেই হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তাঁদেরও নমুনা পরীক্ষা করা হবে ।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 16 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাদের মধ্যে বেশিরভাগই রায়গঞ্জ এবং ইসলামপুর মহকুমার বাসিন্দা । সব মিলিয়ে এ'পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 500-র কাছে পৌঁছেছে । এখনও পর্যন্ত 495 জন আক্রান্তের সন্ধান মিলেছে জেলায় । তার মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশকর্মীও রয়েছেন ।

কয়েকদিন ধরেই একাধিক উপসর্গ দেখা দেওয়ায় বুধবার অতিরিক্ত জেলাশাসকের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত জেলা সুপারের দেহে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।

Last Updated : Jul 17, 2020, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.