ETV Bharat / state

বাড়িতে মধুচক্র, আটক ৭; পলাতক বাড়ি মালিক - রায়গঞ্জ

মধুচক্র চালানোর অভিযোগে আটক সাত। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বটতলা মোড়ের। মূল অভিযুক্ত অনিল বসাক পলাতক।

অভিযুক্ত চার মহিলা
author img

By

Published : Mar 15, 2019, 12:00 AM IST

রায়গঞ্জ, ১৪ মার্চ : মধুচক্র চালানোর অভিযোগে আটক সাত। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বটতলা মোড়ের। মূল অভিযুক্ত অনিল বসাক পলাতক।

স্থানীয়দের অভিযোগ, অনিল বসাক বাড়িতে ছোটো ছোটো ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালাত। অভিযোগ পেয়ে আজ দুপুরে অনিলের বাড়িতে অভিযান চালায় ইটাহার থানার পুলিশ। আটক করা হয় দু'জন কলেজ ছাত্রী, একজন স্কুল ছাত্রী, এক গৃহবধূ ও তিন যুবককে। যদিও পালিয়ে যায় অনিল।

স্থানীয় বাসিন্দা ভক্তসূত্র কর্মকার বলেন, "ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চালিয়ে আসছিল অনিল। এর আগেও একবার পুলিশ এসে তার বাড়িতে অভিযান চালায়। অনিলকে সেইসময় আটক করা হয়েছিল। তারপর কিছুদিনের জন্য এই ব্যবসা বন্ধ ছিল। ফের সে এই ব্যবসা শুরু করে। আজ পুলিশ এসে সাত জনকে ধরে নিয়ে গেছে।"

রায়গঞ্জ, ১৪ মার্চ : মধুচক্র চালানোর অভিযোগে আটক সাত। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বটতলা মোড়ের। মূল অভিযুক্ত অনিল বসাক পলাতক।

স্থানীয়দের অভিযোগ, অনিল বসাক বাড়িতে ছোটো ছোটো ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালাত। অভিযোগ পেয়ে আজ দুপুরে অনিলের বাড়িতে অভিযান চালায় ইটাহার থানার পুলিশ। আটক করা হয় দু'জন কলেজ ছাত্রী, একজন স্কুল ছাত্রী, এক গৃহবধূ ও তিন যুবককে। যদিও পালিয়ে যায় অনিল।

স্থানীয় বাসিন্দা ভক্তসূত্র কর্মকার বলেন, "ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চালিয়ে আসছিল অনিল। এর আগেও একবার পুলিশ এসে তার বাড়িতে অভিযান চালায়। অনিলকে সেইসময় আটক করা হয়েছিল। তারপর কিছুদিনের জন্য এই ব্যবসা বন্ধ ছিল। ফের সে এই ব্যবসা শুরু করে। আজ পুলিশ এসে সাত জনকে ধরে নিয়ে গেছে।"

Wb_Darj_14Mar_19_JAP_Sanjib_Sanjib_7205425 ------------- দলীয় নেতা-কর্মীরা বাড়িতে, ১৬ দলের জোট ছাড়া নিয়ে ভোল বদল হরকার দার্জিলিং, ১৪ মার্চ : নিজের দলের কর্মীদের চাপে ভোল বদল জন আন্দোলন পার্টির সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রীর। প্রার্থী চয়ন নিয়ে মতানৈক্যের জেরে ১৬ দলের জোট থেকে বেরিয়ে আসার কথা বুধবার বলেছিলেন তিনি । সেই খবর প্রকাশ্যে আসতেই জন আন্দোলনকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায় । বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের অনেকেই তাঁর বাড়িতে যান । অনেকে ফোনেও যোগাযোগ করেন । এই বিষয়ে তাঁদের আপত্তির কথা জানিয়ে দেন । দলীয় কর্মীরা এও জানিয়ে দেন লোকসভা ভোটের প্রার্থী হিসাবে হরকা বাহাদুর ছেত্রিকেই দেখতে চান তাঁরা । প্রয়োজনে ১৬ দলের জোটের অন্যান্যরাও তাঁকে সমর্থন করুক । এরপরেই কার্যত ভোল বদল হরকা বাহাদুর ছেত্রীর । বৃহস্পতিবার তিনি বলেন, ১৬ দলের জোটের মধ্যে অন্যতম সিপিআরএম ও জিএনএলএফ মতানৈক্য মিটিয়ে যে প্রার্থীকে সমর্থন করবে জনআন্দোলন পার্টি বা জাপ সেই প্রার্থীকে সমর্থন করবে বলে বলেছিলেন তিনি । তবে বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের আপত্তি ও অনুরোধের পর সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে এদিন জানিয়ে দেন তিনি । অন্যদিকে সিপিআরএমের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে বৈঠক করে সংগঠনের শ্রমিক নেতা সুনিল রাই এদিন সাফ জানিয়ে দেন, তাঁরা মনে করছেন আরবি রাই-ই দার্জিলিং লোকসভা কেন্দ্রের যোগ্য প্রার্থী । তাঁকে সমর্থন করুন অন্যান্যরাও । শনিবার থেকেই আরবি রাইয়ের সমর্থনে প্রচারে নামবেন তাঁরা । পাশপাশি বৃহস্পতিবার দার্জিলিংয়ে মোর্চা-তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী অমরসিং রাইকে পাশে বসিয়ে বিনয় তামাং বলেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে যদি অমিত শা বা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির যেকোনও প্রার্থী হলেও অমরসিং রাই জয়ী হবেন । এদিন কলকাতা থেকে বাগডোগরা হয়ে দার্জিলিংয়ে ফিরে আসার সময় অমর সিং রাইকে স্বাগত জানানোর ভিড় দেখে মনে হয়েছে দুই লক্ষাধিক ভোটে জয়ী হবেন তাঁদের প্রার্থী বলেও জানিয়েছেন বিনয়। যদিও বিষয়টি এতটা সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.