রায়গঞ্জ, 6 জুন: কুড়মি সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায়ভুক্ত না-করার দাবিতে আন্দোলনে আদিবাসী সমাজ ৷ বুধবার 25টি আদিবাসী সংগঠনের ডাকে 12ঘণ্টার বাংলা বনধকে সফল করতে প্রচার অভিযান শুরু করেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানাইজেশন । জাতীয় সড়ক অবরুদ্ধ করার কথাও ঘোষণা করেছেন বনধ সমর্থনকারীরা । প্রবল দাবদাহের মধ্যে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ । তবে জরুরী পরিষেবাকে বনধের আওতায় বাইরে রাখা হয়েছে ৷
কুড়মি সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা হলে আদিবাসী সমাজ আরও বেশি সমস্যায় পড়তে পারে এই আশঙ্কা করছেন আদিবাসী সংগঠন । তাই কুড়মি সম্প্রদায়ের মানুষদের আদিবাসী সম্প্রদায়ে অর্ন্তভুক্ত না-করার দাবিতে আগামিকাল আদিবাসীদের 25টিসংগঠন ঐক্যবদ্ধভাবে 12 ঘণ্টা বাংলা বনধ এবং চাক্কা জ্যামের ডাক দিয়েছে । দোকান পাট, হাটবাজারের সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার হবে বলে জানিয়েছে এই সম্প্রদায়ের মানুষজন ৷
উত্তরবঙ্গ আদিবাসী সমন্বয় মঞ্চের কনভেনর নেপোলিয়ান হেমব্রম বলেন, "কুড়মি সম্প্রদায়ের মানুষ কোনওভাবেই আদিবাসী নন । কলকাতা উচ্চ আদালতও কুড়মি সমাজের আবেদন বাতিল করে দিয়েছে । জোর করে কুড়মিরা আদিবাসীরা সম্প্রদায়ভুক্ত হতে চাইছে । কুড়মিদের এই দাবি কোনভাবেই তারা মানবেন না । এছাড়াও রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে বহু ভুয়ো আদিবাসী শংসাপত্র বিলি করা হয়েছে ।" ভুয়ো আদিবাসী সার্টিফিকেট বাতিল করার জন্য তারা দাবি জানিয়েছেন ।
আরও পডু়ন : অভিষেকের কনভয়ে হামলা, কুড়মি নেতা কৌশিক মাহাতকে গ্রেফতার করল সিআইডি
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই কুড়মি সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ । এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে । তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে । ঘটনার তদন্তে নেমেই পুলিশ 10জন কুড়মি সমর্থককে গ্রেফতার করে । এই ঘটনার পর কুড়মি সমাজকে চাপে ফেলতে বনধ ডাকার কথা ঘোষণা করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ।