অশোকনগর, 9 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । নাম সঞ্জয় কর্মকার । অশোকনগরের গাঙ্গুলি মোড় এলাকার ঘটনা ।
গাঙ্গুলি মোড় এলাকার বাসিন্দা সঞ্জয় কর্মকার পেশায় গৃহশিক্ষক । অভিযোগ, বৃহস্পতিবার রাতে সে সোশাল মিডিয়ায় মমতার বিকৃত ছবি পোস্ট করে । সেই ছবির সঙ্গে কুরুচিকর কথাও লেখেন । সোশাল ভিডিয়ায় ভাইরাল হয় সেই পোস্ট । এরপরই সুমিত চক্রবর্তী নামে স্থানীয় এক যুবক গতকাল অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে সঞ্জয়কে বাড়ি থেকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ ।
সুমিত বলেন, "আমি মনে করি মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশাল মিডিয়ায় এই ধরনের বিকৃত পোস্ট করা অন্যায় । আমি থানায় অভিযোগ দায়ের করেছি । পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক ।"
এই ঘটনাটি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা পাপন সরকার বলেন, "এই দুঃসময়ে BJP-র কিছু লোক মুখ্যমন্ত্রীকে নিয়ে নানা কুরুচিকর পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । আমরা চাই, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ।" যদিও ধৃত যুবক BJP-র সমর্থক বা কর্মী কি না তা জানা যায়নি ।