ETV Bharat / state

যুবতির মুন্ডুহীন দেহ শনাক্ত পরিবারের, ধর্ষণের পর খুনের অভিযোগ

ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ মেয়ের দেহ শনাক্ত করে অভিযোগ যুবতির বাবার ।

body recovered
যুবতির মুন্ডুহীন দেহ উদ্ধার
author img

By

Published : Feb 10, 2020, 1:45 AM IST

হাড়োয়া, 10 ফেব্রুযারি : ১ ফেব্রুয়ারি শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ । আর গতকাল 23 বছর বয়সি ওই যুবতির দেহ শনাক্ত করে তার পরিবার ৷

31 জানুয়ারি থেকে ওই যুবতি নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ৷ ওই দিন দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে ৷ কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার ৷ পরদিন উত্তর 24 পরগনার শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ ৷ কিন্তু তার পরিচয় জানা সম্ভব হয়নি । অবশেষে 10 দিন পর হাড়োয়া থানায় করা নিখোঁজ ডাযেরির ভিত্তিতে দেহ শনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয় ওই যুবতির পরিবারকে ৷

বারাসত জেলা হাসপাতালের মর্গে মৃতদেহের পায়ে থাকা চিহ্ন দেখে যুবতিকে শনাক্ত করে তার পরিবার ৷ তার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ যাতে পুলিশ দেহ শনাক্ত না করতে পারে সে জন্য তার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷" তবে এখনও পর্যন্ত ওই যুবতির মুন্ডুর হদিশ পাওয়া যায়নি ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

হাড়োয়া, 10 ফেব্রুযারি : ১ ফেব্রুয়ারি শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ । আর গতকাল 23 বছর বয়সি ওই যুবতির দেহ শনাক্ত করে তার পরিবার ৷

31 জানুয়ারি থেকে ওই যুবতি নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ৷ ওই দিন দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে ৷ কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার ৷ পরদিন উত্তর 24 পরগনার শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ ৷ কিন্তু তার পরিচয় জানা সম্ভব হয়নি । অবশেষে 10 দিন পর হাড়োয়া থানায় করা নিখোঁজ ডাযেরির ভিত্তিতে দেহ শনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয় ওই যুবতির পরিবারকে ৷

বারাসত জেলা হাসপাতালের মর্গে মৃতদেহের পায়ে থাকা চিহ্ন দেখে যুবতিকে শনাক্ত করে তার পরিবার ৷ তার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ যাতে পুলিশ দেহ শনাক্ত না করতে পারে সে জন্য তার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷" তবে এখনও পর্যন্ত ওই যুবতির মুন্ডুর হদিশ পাওয়া যায়নি ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

Intro:শাসনের গলাকাটা দেহ অবশেষে শনাক্ত করল পরিবার, ধর্ষণ করে খুন

হাড়োয়াঃ অবশেষে শনাক্ত হল গলাকাটা যুবতীর দেহ। উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত রেললাইনের ধারে ২৩ বছরের যুবতীর মুণ্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল ১০ দিন আগে। তারপর থেকে মৃতদেহটি শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে মিলে গেল যুবতীর ঠিকানা। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিপুর গ্রামের বাসিন্দা ২৩ বছরের ফরিদা খাতুন। তিনি ১০ দিন আগে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু'দিন পরে শাসনের একটি রেললাইনের ধারে যুবতীর দেহ পাওয়া গিয়েছিল। ঘটনায় শাসন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। পুলিশ দেহটি শনাক্ত করতে পারছিল না। অবশেষে যুবতীর পায়ের একটি চিহ্ন দেখে যুবতীর পরিবার যুবতীর মুণ্ডহীন দেহ শনাক্ত করেন বারাসাত জেলা হাসপাতালের মর্গে। যুবতীর বাবা খলিল মোল্লার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে হাত-পা ভেঙে অবশেষে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছে। যুবতীর কাটা মুণ্ডুর হদিশ এখনও পর্যন্ত মেলেনি। ঘটনায় দক্ষিণ হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

বাইট ১) রফিকুল মোল্লা (মৃতার মামা)
বাইট ২) খলিল মোল্লা (মৃতার বাবা)Body:শাসনের গলাকাটা দেহ অবশেষে শনাক্ত করল পরিবার, ধর্ষণ করে খুন

হাড়োয়াঃ অবশেষে শনাক্ত হল গলাকাটা যুবতীর দেহ। উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত রেললাইনের ধারে ২৩ বছরের যুবতীর মুণ্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল ১০ দিন আগে। তারপর থেকে মৃতদেহটি শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে মিলে গেল যুবতীর ঠিকানা। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিপুর গ্রামের বাসিন্দা ২৩ বছরের ফরিদা খাতুন। তিনি ১০ দিন আগে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু'দিন পরে শাসনের একটি রেললাইনের ধারে যুবতীর দেহ পাওয়া গিয়েছিল। ঘটনায় শাসন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। পুলিশ দেহটি শনাক্ত করতে পারছিল না। অবশেষে যুবতীর পায়ের একটি চিহ্ন দেখে যুবতীর পরিবার যুবতীর মুণ্ডহীন দেহ শনাক্ত করেন বারাসাত জেলা হাসপাতালের মর্গে। যুবতীর বাবা খলিল মোল্লার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে হাত-পা ভেঙে অবশেষে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছে। যুবতীর কাটা মুণ্ডুর হদিশ এখনও পর্যন্ত মেলেনি। ঘটনায় দক্ষিণ হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

বাইট ১) রফিকুল মোল্লা (মৃতার মামা)
বাইট ২) খলিল মোল্লা (মৃতার বাবা)Conclusion:শাসনের গলাকাটা দেহ অবশেষে শনাক্ত করল পরিবার, ধর্ষণ করে খুন

হাড়োয়াঃ অবশেষে শনাক্ত হল গলাকাটা যুবতীর দেহ। উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত রেললাইনের ধারে ২৩ বছরের যুবতীর মুণ্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল ১০ দিন আগে। তারপর থেকে মৃতদেহটি শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে মিলে গেল যুবতীর ঠিকানা। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিপুর গ্রামের বাসিন্দা ২৩ বছরের ফরিদা খাতুন। তিনি ১০ দিন আগে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু'দিন পরে শাসনের একটি রেললাইনের ধারে যুবতীর দেহ পাওয়া গিয়েছিল। ঘটনায় শাসন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল। পুলিশ দেহটি শনাক্ত করতে পারছিল না। অবশেষে যুবতীর পায়ের একটি চিহ্ন দেখে যুবতীর পরিবার যুবতীর মুণ্ডহীন দেহ শনাক্ত করেন বারাসাত জেলা হাসপাতালের মর্গে। যুবতীর বাবা খলিল মোল্লার অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করে হাত-পা ভেঙে অবশেষে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছে। যুবতীর কাটা মুণ্ডুর হদিশ এখনও পর্যন্ত মেলেনি। ঘটনায় দক্ষিণ হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

বাইট ১) রফিকুল মোল্লা (মৃতার মামা)
বাইট ২) খলিল মোল্লা (মৃতার বাবা)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.