ETV Bharat / state

Suspension of Work Notice at Jute Mill : ফের জুটমিলে কাজ বন্ধের নোটিস, কাঁকিনাড়া স্টেশন অবরোধ কর্মহীন শ্রমিকদের - Suspension of Work Notice at Jute Mill

ফের কাজ বন্ধের নোটিস দিল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল ৷ যার জেরে কাঁকিনাড়া স্টেশনে বিক্ষোভে সামিল হন কর্মহীন শ্রমিকরা (suspension of work notice at bhatpara reliance jute mill) ৷

suspension of work notice
রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধের নোটিস
author img

By

Published : Jan 27, 2022, 12:38 PM IST

ভাটপাড়া, 27 জানুয়ারি : মিলে কাঁচামালের অভাব ৷ তাই কাজ বন্ধের নোটিস ৷ যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার জুটমিল শ্রমিক ৷ এমনই পরিস্থিতি ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে ৷ বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটির পর বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে রীতিমতো ভেঙে পড়েন মিল শ্রমিকরা ৷ প্রতিবাদে তাঁরা স্থানীয় কাঁকিনাড়া স্টেশন (kankinara station blockaded) অবরোধ করেন ৷

এই করোনা আবহে মিল বন্ধের নোটিসে সমস্যায় পড়েছেন মিল শ্রমিকরা ৷ অবিলম্বে মিল খোলার দাবিতে মিল শ্রমিকদের কাঁকিনাড়া রেল স্টেশন অবরোধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে রেল পরিষেবা ৷ যার জেরে সাময়িকভাবে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা ৷ এক ঘণ্টা অবরোধ চলার পর খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া থানার পুলিশ ও ব়্যাফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় । এই ঘটনায় দু‘জনকে আটক ও একজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ

শ্রমিকদের অভিযোগ, তিন বছরের মিলটি এখনও পর্যন্ত মাত্র সাত থেকে আট মাস চলেছে । কোনও দাবিদাওয়া চাইলেই মিল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় । বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটি উপলক্ষে মিল বন্ধ ছিল ৷ আজ সকালে কাজে এসে দেখা যায় গেটে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে । এখানকার সব মিলে পাট আসছে । এই মিল সেখানে বলছে পাট আসছে না । পুলিশ দিয়ে বারবার শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত রাখে কর্তৃপক্ষ ।

রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধের নোটিসে কী বলছেন শ্রমিকরা

বৃহস্পতিবারও নোটিসে পাট না থাকার যুক্তি ছাড়াও শ্রমিকদের অসন্তোষ দেখিয়ে মিলটি বন্ধ করা হয়েছে । এর ফলে মিলের সঙ্গে জড়িত প্রায় চার হাজার পরিবার বিপাকে । মিলের গেটে পুলিশ পিকেটিং বসানো হয়েছে । যদিও এই বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তব্যরত সিকিউরিটি জানায় কর্তৃপক্ষ ছুটিতে রয়েছে ।

আরও পড়ুন : রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায়

ভাটপাড়া, 27 জানুয়ারি : মিলে কাঁচামালের অভাব ৷ তাই কাজ বন্ধের নোটিস ৷ যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার জুটমিল শ্রমিক ৷ এমনই পরিস্থিতি ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে ৷ বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটির পর বৃহস্পতিবার সকালে কাজ করতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে রীতিমতো ভেঙে পড়েন মিল শ্রমিকরা ৷ প্রতিবাদে তাঁরা স্থানীয় কাঁকিনাড়া স্টেশন (kankinara station blockaded) অবরোধ করেন ৷

এই করোনা আবহে মিল বন্ধের নোটিসে সমস্যায় পড়েছেন মিল শ্রমিকরা ৷ অবিলম্বে মিল খোলার দাবিতে মিল শ্রমিকদের কাঁকিনাড়া রেল স্টেশন অবরোধের জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে রেল পরিষেবা ৷ যার জেরে সাময়িকভাবে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা ৷ এক ঘণ্টা অবরোধ চলার পর খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া থানার পুলিশ ও ব়্যাফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় । এই ঘটনায় দু‘জনকে আটক ও একজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ

শ্রমিকদের অভিযোগ, তিন বছরের মিলটি এখনও পর্যন্ত মাত্র সাত থেকে আট মাস চলেছে । কোনও দাবিদাওয়া চাইলেই মিল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় । বুধবার সাধারণতন্ত্র দিবসের ছুটি উপলক্ষে মিল বন্ধ ছিল ৷ আজ সকালে কাজে এসে দেখা যায় গেটে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে । এখানকার সব মিলে পাট আসছে । এই মিল সেখানে বলছে পাট আসছে না । পুলিশ দিয়ে বারবার শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত রাখে কর্তৃপক্ষ ।

রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধের নোটিসে কী বলছেন শ্রমিকরা

বৃহস্পতিবারও নোটিসে পাট না থাকার যুক্তি ছাড়াও শ্রমিকদের অসন্তোষ দেখিয়ে মিলটি বন্ধ করা হয়েছে । এর ফলে মিলের সঙ্গে জড়িত প্রায় চার হাজার পরিবার বিপাকে । মিলের গেটে পুলিশ পিকেটিং বসানো হয়েছে । যদিও এই বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কর্তব্যরত সিকিউরিটি জানায় কর্তৃপক্ষ ছুটিতে রয়েছে ।

আরও পড়ুন : রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.