ETV Bharat / state

প্রতিবেশী মহিলাকে খুনের অভিযোগ, বসিরহাটে গ্রেপ্তার মা-মেয়ে - basirhat crime news

বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটের বাসিন্দা প্রতিবেশী দুই বাড়ির মধ্যে ঝগড়া বাধে । প্রতিবেশী সুতপা নাথকে মারধর করে মিনু এবং পূজা । আহত অবস্থায় সুতপাকে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে মৃত্যু হয় তাঁর ।

basirhat
basirhat
author img

By

Published : Jun 6, 2020, 12:21 AM IST

বসিরহাট, 5জুন : প্রতিবেশী মহিলাকে খুনের অভিযোগ উঠল মা এবং মেয়ের বিরুদ্ধে । বসিরহাটের ঘড়িবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন সুতপা নাথ (44)। আজ সকালে বসিরহাট জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর । অভিযুক্ত মিনু গাড়োয়াল এবং পূজা গাড়োয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল । কথায় কথা বাড়ে । বচসা চূড়ান্ত পর্যায় পৌঁছাতেই সুতপাকে মারধর শুরু করে মিনু ও তার মেয়ে পূজা । মিনু এবং পূজা সুতপার চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়-ঘুষি মারতে শুরু করে বলে অভিযোগ । মাটিতে ফেলেও সুতপাকে মারা হয় । আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করেন । আজ সকালে সুতপার মৃত্যু হয় ।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় । স্থানীয় বাসিন্দারা মা-মেয়েকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন । পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে ।

ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের 14দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে বসিরহাট থানার পুলিশের তরফে জানানো হয়েছে । কী কারণে দুই পরিবারের মধ্য অশান্তি চলছিল, সুতপাকে মারার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

বসিরহাট, 5জুন : প্রতিবেশী মহিলাকে খুনের অভিযোগ উঠল মা এবং মেয়ের বিরুদ্ধে । বসিরহাটের ঘড়িবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন সুতপা নাথ (44)। আজ সকালে বসিরহাট জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর । অভিযুক্ত মিনু গাড়োয়াল এবং পূজা গাড়োয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল । কথায় কথা বাড়ে । বচসা চূড়ান্ত পর্যায় পৌঁছাতেই সুতপাকে মারধর শুরু করে মিনু ও তার মেয়ে পূজা । মিনু এবং পূজা সুতপার চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়-ঘুষি মারতে শুরু করে বলে অভিযোগ । মাটিতে ফেলেও সুতপাকে মারা হয় । আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করেন । আজ সকালে সুতপার মৃত্যু হয় ।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় । স্থানীয় বাসিন্দারা মা-মেয়েকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন । পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে ।

ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাদের 14দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে বসিরহাট থানার পুলিশের তরফে জানানো হয়েছে । কী কারণে দুই পরিবারের মধ্য অশান্তি চলছিল, সুতপাকে মারার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.