ETV Bharat / state

তৃণমূল ও বিজেপিকে হারাতে বদ্ধপরিকর বারাসতের সংযুক্ত মোর্চার সঞ্জীব - west bengal assembly election

বেড়ে ওঠা বারাসতে । অলিতে গলিতে খেলা থেকে কুল চুরি করে কেটেছে ছোটোবেলায় । আর সেই নিজের পাড়াতেই সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায় । দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন প্রার্থী ।

west bengal assembly election 2021
west bengal assembly election 2021
author img

By

Published : Mar 12, 2021, 5:03 PM IST

বারাসত, 12 মার্চ : তৃণমূল ও বিজেপিকে হারাতে বদ্ধপরিকর বারাসত কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী (বাম,কংগ্রেস ও আইএসএফ) সঞ্জীব চট্টোপাধ্যায় । জয়ের আশা নিয়ে সাত সকালেই নিজের কেন্দ্রে ভোট প্রচার শুরু করে দিলেন তিনি । বুধবারই বারাসত বিধানসভা কেন্দ্রের জোটের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে জেলার বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম । ফলে, সময় নষ্ট না করে পরের দিনই বারাসতে নেমে পড়েন ভোটের প্রচারে । গতকাল ভোটারদের বাড়ি গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করেন, আশীর্বাদ চাইলেন । জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "এবার বারাসত কেন্দ্র থেকে রেকর্ড ভোটে হারবে প্রতিপক্ষরা ।"

2016 সালেও বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় । সেবার অবশ্য সেইভাবে দাগ কাটতে পারেননি তিনি । জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । তাই, প্রতিপক্ষকে বেগ দিতে এবারও সঞ্জীবের উপর আস্থা রেখেছে রাজ্য বামফ্রন্টের নেতারা । এবারও তাঁর প্রতিপক্ষ তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী । এই কেন্দ্রে অবশ্য বিজেপি তার প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা মিঠুনকে

বারাসতের সরোজ পার্ক এলাকায় বাড়ি সঞ্জীব বাবুর । পোড়খাওয়া এই রাজনীতিবিদ বর্তমানে পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর । বাম শরিক ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকের পদেও রয়েছেন তিনি । স্বভাবতই ভূমিপুত্র হিসেবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে তাঁর । সেই অস্ত্রেই প্রতিপক্ষকে কুপোকাত করতে চাইছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় । প্রার্থী ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের কেন্দ্রে জনসংযোগে জোর দিলেন তিনি । আনন্দপুরী, উদয়াচল, কেএনসি রোড, বিধানের চাতাল, গোবিন্দ ব্যারাক, নয়ন কানন হয়ে প্রচার শেষ হয় যশোর রোডের বিশাল মেগা মার্কেটের সামনে ।

এদিকে, প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "এই শহরেই আমার জন্ম ও বেড়ে ওঠা । এখানকার মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি । তাই এবার আর মানুষ দশ বছরের অপরিচিত মুখকে বিশ্বাস করবে না । আস্থা রাখবে ভূমিপুত্রের উপর ।"

তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূলের লোকেরাই তৃণমূলকে ভোট দেবে না । আর যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষ বিরক্ত হয়ে ভোট দেবে না বিজেপিকে ।" আপনার প্রতিপক্ষ তৃণমূল তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী প্রসঙ্গে তিনি বলেন,"কিসের শক্তিশালী ! লড়াই করার আগেই তো সেনাপতির পা ভেঙে গেল ! ওনাকে যদি বারাসতের কোনও অলিগলিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে উনি পথ চিনে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না । অ্যাপের প্রয়োজন হবে ।"

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন ওই ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই । ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন জোট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় । অন্যদিকে, একে ভোট প্রচার বলতে নারাজ বারাসতের এই জোট প্রার্থী । এই বিষয়ে তিনি বলেন, "পরিচিত মানুষ ও বন্ধুদের নিয়ে মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি । এদিন শুধু তাঁদের কথা শুনলাম ।"

বারাসত, 12 মার্চ : তৃণমূল ও বিজেপিকে হারাতে বদ্ধপরিকর বারাসত কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী (বাম,কংগ্রেস ও আইএসএফ) সঞ্জীব চট্টোপাধ্যায় । জয়ের আশা নিয়ে সাত সকালেই নিজের কেন্দ্রে ভোট প্রচার শুরু করে দিলেন তিনি । বুধবারই বারাসত বিধানসভা কেন্দ্রের জোটের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে জেলার বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম । ফলে, সময় নষ্ট না করে পরের দিনই বারাসতে নেমে পড়েন ভোটের প্রচারে । গতকাল ভোটারদের বাড়ি গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করেন, আশীর্বাদ চাইলেন । জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "এবার বারাসত কেন্দ্র থেকে রেকর্ড ভোটে হারবে প্রতিপক্ষরা ।"

2016 সালেও বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় । সেবার অবশ্য সেইভাবে দাগ কাটতে পারেননি তিনি । জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । তাই, প্রতিপক্ষকে বেগ দিতে এবারও সঞ্জীবের উপর আস্থা রেখেছে রাজ্য বামফ্রন্টের নেতারা । এবারও তাঁর প্রতিপক্ষ তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী । এই কেন্দ্রে অবশ্য বিজেপি তার প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দেওয়ার পরই কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা মিঠুনকে

বারাসতের সরোজ পার্ক এলাকায় বাড়ি সঞ্জীব বাবুর । পোড়খাওয়া এই রাজনীতিবিদ বর্তমানে পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর । বাম শরিক ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকের পদেও রয়েছেন তিনি । স্বভাবতই ভূমিপুত্র হিসেবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে তাঁর । সেই অস্ত্রেই প্রতিপক্ষকে কুপোকাত করতে চাইছেন সংযুক্ত মোর্চার প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় । প্রার্থী ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের কেন্দ্রে জনসংযোগে জোর দিলেন তিনি । আনন্দপুরী, উদয়াচল, কেএনসি রোড, বিধানের চাতাল, গোবিন্দ ব্যারাক, নয়ন কানন হয়ে প্রচার শেষ হয় যশোর রোডের বিশাল মেগা মার্কেটের সামনে ।

এদিকে, প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "এই শহরেই আমার জন্ম ও বেড়ে ওঠা । এখানকার মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি । তাই এবার আর মানুষ দশ বছরের অপরিচিত মুখকে বিশ্বাস করবে না । আস্থা রাখবে ভূমিপুত্রের উপর ।"

তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূলের লোকেরাই তৃণমূলকে ভোট দেবে না । আর যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষ বিরক্ত হয়ে ভোট দেবে না বিজেপিকে ।" আপনার প্রতিপক্ষ তৃণমূল তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী প্রসঙ্গে তিনি বলেন,"কিসের শক্তিশালী ! লড়াই করার আগেই তো সেনাপতির পা ভেঙে গেল ! ওনাকে যদি বারাসতের কোনও অলিগলিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে উনি পথ চিনে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না । অ্যাপের প্রয়োজন হবে ।"

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন ওই ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই । ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন জোট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় । অন্যদিকে, একে ভোট প্রচার বলতে নারাজ বারাসতের এই জোট প্রার্থী । এই বিষয়ে তিনি বলেন, "পরিচিত মানুষ ও বন্ধুদের নিয়ে মানুষের সঙ্গে আলাপ করতে এসেছি । এদিন শুধু তাঁদের কথা শুনলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.