ব্যরাকপুর, 12 মার্চ : নির্বাচনের আগে যাতে করোনায় কূপকাত না হন , সেজন্য কোভিশিল্ড ভ্যকসিন নিলেন ব্যরাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ এদিন ভোলানাথ বোস মহকুমা হাসপাতালে করোনার টিকা নেন তিনি ৷ টিকা নেওয়ার পর 30 মিনিট পর্যন্ত তাঁকে পর্যবেক্ষনে রাখা হয় ৷ পরে তাঁর কোনও শারীরিক সমস্যা না হওয়ায় ছেড়ে দেওয়া হয় ৷
এদিন তিনি জনসাধারণকে গুজবে কান না দিয়ে করোনার টিকা নেওয়ার পরামর্শ দেন ৷ পাশাপাশি তাঁর কোমর্বিডিটি থাকার কারণেও তিনি টিকা নেন বলে জানান ৷ সরকারের প্রতিটা নিয়ম মেনেই তিনি করোনার টিকা নেন ৷ টিকা নেওয়ার পর তিনি জানান, " ভ্যাকসিনে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই ৷ " বিরোধিরা যদি তাঁর ভ্যকসিন নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন ? এর উত্তরে তিনি বলেন, " বিরোধিরা কী বলল বা সমর্থকরা কী বলল তাতে কিছু যায় আসে না ৷ যখন যেটা নেওয়া দরকার , তখন সেটা নিতে হবে ৷ "
অর্জুন সিং এর টিকা নেওয়া প্রসঙ্গে হাসপাতাল সুপার সুদীপ্ত ভট্টাচার্য বলেন, " উনি ওনার বৈধ মোবাইল নম্বর দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী নাম রেজিস্টার করান ৷ পাশাপাশি ওনার কোমর্বিডিটি থাকায় টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ আজ উনি কোভিশিল্ডের প্রথম ডোজ় নিলেন ৷ ঠিক 28 দিন পর ওনাকে আবার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ৷ "
আরও পড়ুন : পুজো, মিছিল ; স্মৃতি-ধর্মেন্দ্রর উপস্থিতিতে মনোনয়ন শুভেন্দুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনাকে তিনি নাটক বলে মন্তব্য করেন ৷ পাশাপাশি তিনি বলেন, " ওনার সঙ্গে অনেকদিন ধরেই ঘর করছি ৷ রাজনৈতিক ফায়দা তোলার জন্য উনি গিমিক করছেন ৷ নন্দীগ্রাম গিয়ে উনি বুঝে গিয়েছেন যে উনি হারবেন ৷ তাই উনি এটা করেছেন ৷ যদিও সাধারণ মানুষ ওনার কথা বিশ্বাস করেননি ৷ সেকারণেই ওনাকে বয়ান পাল্টে বলতে হয়েছে উনি আক্রান্ত হননি , আহত হয়েছেন ৷ "