ETV Bharat / state

ভাটপাড়ায় অর্জুনের বাড়ির কাছে বোমাবাজিতে আহত 3, পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি বিজেপি সাংসদের

author img

By

Published : Mar 18, 2021, 7:38 AM IST

Updated : Mar 18, 2021, 8:39 AM IST

বুধবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে ভাটপাড়া বিধানসভার জগদ্দল থানার অন্তর্গত 18 নম্বর গলি এলাকায় ৷ যেখান থেকে খুব দূরে নয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ৷

injured-in-bomb-blast-near-house-of-bjp-mp-arjun-singh-in-bhatpara
injured-in-bomb-blast-near-house-of-bjp-mp-arjun-singh-in-bhatpara

ভাটপাড়া, 18 মার্চ : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি ৷ আহত স্থানীয় এক বৃদ্ধ, এক বৃদ্ধা ও এক যুবক ৷ আতঙ্কিত এলাকাবাসী । ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ, নামাতে হয় ব়্যাফ ৷ এই ঘটনায় পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷

বুধবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে ভাটপাড়া বিধানসভার জগদ্দল থানার অন্তর্গত 18 নম্বর গলি এলাকায় ৷ যেখান থেকে খুব দূরে নয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ৷ ওই এলাকাতেই রয়েছে অর্জুন সিংয়ের অফিসও ৷ জানা গিয়েছে, কাছাকাছি এলাকার মধ্যে পনেরোটি জায়গায় বোমাবাজি হয় ৷ দুষ্কৃতীরা স্থানীয় সিসিটিভিগুলিও ভেঙে দেয় ৷ এই ঘটনা এলাকার তিন দুষ্কৃতী ও তার সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, বিগত লোকসভা ভোটের সময় যা হয়েছিল ফের সেই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ এলাকার মানুষ যাতে খোলা মনে ভোট দিতে না পারে, সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷ পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুললেন বিজেপি সাংসদ ৷

শুনুন কী বললেন অর্জুন সিং

আরও পড়ুন: নতুন শিবিরের নয়া রসায়নে দীনেশ এখন অর্জুনের বড় ভাই

অর্জুন সিং বলেন, কাছেই আমার বাড়ি, অফিস ৷ সেখানে বোমাবাজি করা হল ৷ পুলিশকে আগেই বলেছিলাম, আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ বোমাবাজি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা ভোট দিতে না পারে ৷

নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানালেন অর্জুন ৷ এইসঙ্গে হুঁশিয়ারি দিলেন, পাল্টা খেলা শুরু করলে কিন্তু সামলাতে পারবে না ৷ তখন গতবারের মতো মদন মিত্রকে এলাকা ছেড়ে পালাতে হবে ৷

যদিও স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এটা রাজনৈতিক 'ঝামেলা' নয় ৷ ভাটপাড়ার তৃণমূল নেতা তথা আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন, এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিশ্চয়ই তারা দোষীদের খুঁজে বার করবে । কোনও রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না ৷

এদিকে, একই ঘটনায় প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, ভাটপাড়ার ঘটনার বিষয় তথ্য দিয়ে নির্বাচনে কমিশনে অভিযোগ জানাবে বিজেপি ৷

ভাটপাড়া, 18 মার্চ : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি ৷ আহত স্থানীয় এক বৃদ্ধ, এক বৃদ্ধা ও এক যুবক ৷ আতঙ্কিত এলাকাবাসী । ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ, নামাতে হয় ব়্যাফ ৷ এই ঘটনায় পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা 'খেলা'র হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷

বুধবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে ভাটপাড়া বিধানসভার জগদ্দল থানার অন্তর্গত 18 নম্বর গলি এলাকায় ৷ যেখান থেকে খুব দূরে নয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ৷ ওই এলাকাতেই রয়েছে অর্জুন সিংয়ের অফিসও ৷ জানা গিয়েছে, কাছাকাছি এলাকার মধ্যে পনেরোটি জায়গায় বোমাবাজি হয় ৷ দুষ্কৃতীরা স্থানীয় সিসিটিভিগুলিও ভেঙে দেয় ৷ এই ঘটনা এলাকার তিন দুষ্কৃতী ও তার সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, বিগত লোকসভা ভোটের সময় যা হয়েছিল ফের সেই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ এলাকার মানুষ যাতে খোলা মনে ভোট দিতে না পারে, সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷ পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুললেন বিজেপি সাংসদ ৷

শুনুন কী বললেন অর্জুন সিং

আরও পড়ুন: নতুন শিবিরের নয়া রসায়নে দীনেশ এখন অর্জুনের বড় ভাই

অর্জুন সিং বলেন, কাছেই আমার বাড়ি, অফিস ৷ সেখানে বোমাবাজি করা হল ৷ পুলিশকে আগেই বলেছিলাম, আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ বোমাবাজি করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা ভোট দিতে না পারে ৷

নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানালেন অর্জুন ৷ এইসঙ্গে হুঁশিয়ারি দিলেন, পাল্টা খেলা শুরু করলে কিন্তু সামলাতে পারবে না ৷ তখন গতবারের মতো মদন মিত্রকে এলাকা ছেড়ে পালাতে হবে ৷

যদিও স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এটা রাজনৈতিক 'ঝামেলা' নয় ৷ ভাটপাড়ার তৃণমূল নেতা তথা আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন, এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিশ্চয়ই তারা দোষীদের খুঁজে বার করবে । কোনও রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না ৷

এদিকে, একই ঘটনায় প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, ভাটপাড়ার ঘটনার বিষয় তথ্য দিয়ে নির্বাচনে কমিশনে অভিযোগ জানাবে বিজেপি ৷

Last Updated : Mar 18, 2021, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.