নিমতা, 20 ফেব্রুয়ারি : বিজেপির চা চক্রে দুষ্কৃতী হামলার অভিযোগ । নিমতা থানার অন্তর্গত ছোট ফিঙে এলাকায় গতকাল বিজেপির মাইনরিটি সেলের উদ্যোগে চা চক্রের আয়োজন করা হয় । সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা । অভিযোগের তির তৃণমূলের দিকে । হামলায় গুরুতর আহত এক বিজেপি কর্মী ।
দুষ্কৃতী হামলায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন । অঞ্চলের মাইনরিটি সেলের সম্পাদক সাহেব আলি মণ্ডল এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন । তাঁকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আরও পড়ুন : জমি সংক্রান্ত বিবাদে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
বিজেপির পক্ষ থেকে অভিযোগ, সুষ্ঠভাবে চা চক্র চলছিল । অনুষ্ঠান শেষে পুলিশ সেখানে উপস্থিত হয় । পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর আক্রমণ করে । নিমতা থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ।