ETV Bharat / state

Vishwakarma Puja 2022: ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মায় ভরসা মিল শ্রমিকদের - বিশ্বকর্মা পুজো 2022

একাধিক জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় ব্যারাকপুরে যেন এবার কিছুটা আড়ম্বরহীন বিশ্বকর্মা পুজো ৷ তাই সকলের একটাই প্রার্থনা, ফের খুলে যাক মিল, শ্রমিকদের হৈ চৈ এ বন্ধ কারখানায় পুনরায় আরাধনা পাক বিশ্বকর্মা(Vishwakarma Puja 2022)৷

ETV Bharat
ব্যারাকপুরে বিশ্বকর্মা পুজো
author img

By

Published : Sep 16, 2022, 9:02 PM IST

ব্যারাকপুর, 16 সেপ্টেম্বর: রাত পোহালেই বিশ্বকর্মার আরাধনায় মাতবে রাজ্য ৷ কলকারখানাগুলোতে এখন শুধু ব্যস্ততা ৷ শ্রমিকদের আরাধ্য দেব বিশ্বকর্মা । সুখ ও সমৃদ্ধি লাভের আশায় বিশ্বকর্মা আরাধনায় নতুন ছন্দে সেজে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল (Vishwakarma Puja at Barrackpore Industrial area)। প্রতি বছর বাহারি আলোকসজ্জা ও রকমারি মণ্ডপসজ্জায় সেজে উঠত শিল্পাঞ্চলের জুটমিল থেকে ছোট বড় মাঝারি কলকারখানাগুলি । নিজেদের সামর্থ্য মতো শ্রমিকরা পুজোর আয়োজন করেন ৷ একসময় আজকের দিনে ব্যারাকপুর শিল্পাঞ্চল পুজোর সাজে সেজে উঠত ৷ কিন্তু এবছরের ছবিটা আলাদা ৷

বছরের বিভিন্ন সময়ে বন্ধ হয়েছে শিল্পাঞ্চলের একাধিক কলকারখানা ৷ একসময় যেখানে বিশ্বকর্মা পুজোর দিন উৎসবের আনন্দে মুখরিত হয়ে থাকত গোটা এলাকা সেই এলাকাই আজ অনেকটা শান্ত ৷

আরও পড়ুন : হাতে দুর্গাপ্রতিমার বরাত, বিশ্বকর্মা গড়তে না-পেরে মাথায় হাত মৃৎশিল্পীদের

অতিমারি কাটিয়ে উঠে এ বছর শিল্পাঞ্চল (Barrackpore Industrial area) জুড়ে বিশ্বকর্মার আরাধনায় অনেকটাই ভাটা পড়েছে । শিল্পাঞ্চলের পুজোর বাজারেও চিত্রটা একইরকম । ব্যবসায়ীরা বিশ্বকর্মা প্রতিমার পসরা সাজিয়ে বসলেও ক্রেতার সংখ্যা হাতে গোনা । মিল কলকারখানাগুলিতে তৈরি হয়েছে একচালার প্যান্ডেল । এই পুজোকে কেন্দ্র করে কোনও বাড়তি ছুটির ব্যবস্থা নেই জুটমিলগুলিতে । তাই কাজের মধ্য়ে দিয়েই বিশ্বকর্মার আরাধনায় মাতবেন শ্রমিকরা ৷

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোর আড়ম্বর নিয়ে শ্রমিকদের প্রতিক্রিয়া
মিল শ্রমিকদের একাংশের বক্তব্য, বিগত বছরগুলির তুলনায় এবছর কারখানায় বিশ্বকর্মার আরাধনা আগের তুলনায় ভালো ৷ আবার অনেকের মতে, একের পর এক বড় থেকে মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়েছে বিশ্বকর্মার আরাধনায় ৷

আরও পড়ুন : চড়কডাঙায় তুঙ্গে ‘মা-মাটি-মানুষ’ লেখা ঘুড়ির চাহিদা

ব্যারাকপুর, 16 সেপ্টেম্বর: রাত পোহালেই বিশ্বকর্মার আরাধনায় মাতবে রাজ্য ৷ কলকারখানাগুলোতে এখন শুধু ব্যস্ততা ৷ শ্রমিকদের আরাধ্য দেব বিশ্বকর্মা । সুখ ও সমৃদ্ধি লাভের আশায় বিশ্বকর্মা আরাধনায় নতুন ছন্দে সেজে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল (Vishwakarma Puja at Barrackpore Industrial area)। প্রতি বছর বাহারি আলোকসজ্জা ও রকমারি মণ্ডপসজ্জায় সেজে উঠত শিল্পাঞ্চলের জুটমিল থেকে ছোট বড় মাঝারি কলকারখানাগুলি । নিজেদের সামর্থ্য মতো শ্রমিকরা পুজোর আয়োজন করেন ৷ একসময় আজকের দিনে ব্যারাকপুর শিল্পাঞ্চল পুজোর সাজে সেজে উঠত ৷ কিন্তু এবছরের ছবিটা আলাদা ৷

বছরের বিভিন্ন সময়ে বন্ধ হয়েছে শিল্পাঞ্চলের একাধিক কলকারখানা ৷ একসময় যেখানে বিশ্বকর্মা পুজোর দিন উৎসবের আনন্দে মুখরিত হয়ে থাকত গোটা এলাকা সেই এলাকাই আজ অনেকটা শান্ত ৷

আরও পড়ুন : হাতে দুর্গাপ্রতিমার বরাত, বিশ্বকর্মা গড়তে না-পেরে মাথায় হাত মৃৎশিল্পীদের

অতিমারি কাটিয়ে উঠে এ বছর শিল্পাঞ্চল (Barrackpore Industrial area) জুড়ে বিশ্বকর্মার আরাধনায় অনেকটাই ভাটা পড়েছে । শিল্পাঞ্চলের পুজোর বাজারেও চিত্রটা একইরকম । ব্যবসায়ীরা বিশ্বকর্মা প্রতিমার পসরা সাজিয়ে বসলেও ক্রেতার সংখ্যা হাতে গোনা । মিল কলকারখানাগুলিতে তৈরি হয়েছে একচালার প্যান্ডেল । এই পুজোকে কেন্দ্র করে কোনও বাড়তি ছুটির ব্যবস্থা নেই জুটমিলগুলিতে । তাই কাজের মধ্য়ে দিয়েই বিশ্বকর্মার আরাধনায় মাতবেন শ্রমিকরা ৷

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোর আড়ম্বর নিয়ে শ্রমিকদের প্রতিক্রিয়া
মিল শ্রমিকদের একাংশের বক্তব্য, বিগত বছরগুলির তুলনায় এবছর কারখানায় বিশ্বকর্মার আরাধনা আগের তুলনায় ভালো ৷ আবার অনেকের মতে, একের পর এক বড় থেকে মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়েছে বিশ্বকর্মার আরাধনায় ৷

আরও পড়ুন : চড়কডাঙায় তুঙ্গে ‘মা-মাটি-মানুষ’ লেখা ঘুড়ির চাহিদা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.