জগদ্দল, 3 জুলাই: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক । উত্তর 24 পরগনার জগদ্দল থানার গুপ্তার বাগান এলাকার ঘটনা । মৃতরা হল রাজেন সাউ ও রোহন সাহানি । রাজেন কল্যাণী ITI কলেজের ছাত্র ।
রাজেন ও রোহন প্রতিদিন সকালে গঙ্গার ধারে দৌড়াতে যেত । আজ সকালে শরীরচর্চা শেষে তাঁরা জগদ্দল ঘাটে স্নান করবে বলে ঠিক করে । রাজেন সাঁতার জানত না । তাই সে গঙ্গায় নামতে ইতস্ততও করছিল । ইতিমধ্যে রোহন গঙ্গায় নেমে পড়ে । সেই সময় নদীতে জোয়ার ছিল । কিছুক্ষণের মধ্যেই রোহনকে তলিয়ে যেতে দেখে রাজেন । বন্ধুকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেয় সে । কিন্তু সাঁতার না জানায় তলিয়ে যায় । পুলিশে খবর দেওয়া হয় । ডুবুরি নামালেও তাদের খোঁজ মেলেনি ৷
রাজেনের বাবা রবীন্দ্র সাউ বলেন, রাজেন কল্যাণী IIT-এর ছাত্র । প্রতিদিন বন্ধু রোহনের সঙ্গে গঙ্গার ধারে দৌড়াতে যেত । আজও গেছিল । সাঁতার জানত না । রোহন স্নান করতে নেমে জলে তলিয়ে যাচ্ছিল । বন্ধুকে বাঁচাতে গিয়ে সে গঙ্গার তলিয়ে গেছে ।" স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা । দুই অল্পবয়সি ছেলে গঙ্গায় তলিয়ে গেল । আমার ভাবতেই খুব খারাপ লাগছে ।"