হাসনাবাদ, 2 সেপ্টেম্বর : আমফান ক্ষতিপুরণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । মারধর, বাড়ি ভাঙচুর, বোমাবাজির ঘটনায় জখম দু'পক্ষের দশজন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদ থানার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া এলাকায় । ঘটনাস্থানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দুই গোষ্ঠীই পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।
পুলিশ ও স্থানীয় খবর, মুরারিশাহ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি গোষ্ঠী ও পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর মধ্যে এলাকার দখলদারি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ রয়েছে । সম্প্রতি আমফানের টাকা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চরমে পৌঁছেছিল । গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় । পরস্পরকে লক্ষ্য করে চলে বোমাবাজি করে । সংঘর্ষে জখম হয়েছে কমপক্ষে দশ জন । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে । হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আখের আলি বলেন, "তৃণমূল দলেরই 173 জন অবৈধভাবে আমফানের টাকা লুট করেছেন । তার প্রতিবাদ করাতেই আমাদের উপরে হামলা করা হয়েছে । এলাকায় বোমাবাজি করেছে প্রধানের দলবল ।"
অন্য দিকে পঞ্চায়েতের তৃণমূল প্রধান আব্দুল ওয়াহাব গাজি পালটা অঞ্চল সভাপতির লোকজনের বিরুদ্ধে মারধর বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "ওরা এলাকার ইটভাটা-সহ একাধিক জায়গা থেকে তোলাবাজি করে । তার প্রতিবাদ করাতেই হামলা চালিয়েছে ।" দু'পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন ।